সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
হোয়াইটওয়াশ করে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানালেন তামিম | চ্যানেল খুলনা

হোয়াইটওয়াশ করে দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানালেন তামিম

২০১৫ সালে ঈদের আগেরদিন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেদিন গ্যালারিতে একজন দর্শকের হাতে ছিল ‘ঈদ মোবারক’ লেখা প্ল্যাকার্ড। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও দেশবাসীকে জয় দিয়েই জানিয়েছিলেন ঈদের শুভেচ্ছা।

প্রায় অর্ধযুগ পর আরেকটি ঈদ, বাংলাদেশের আরেকটি জয়। তবে এবার আর দেশের মাটিতে নয়। সুদূর জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ঈদের আগেরদিন খেলেছে সিরিজের শেষ ম্যাচ। যেখানে মিলেছে ৫ উইকেটের সহজ জয়।
বাংলাদেশের মতো জিম্বাবুয়েতেও ঈদুল আজহা আজ (বুধবার)। এর আগেরদিনই পাওয়া জয়টিই দেশবাসীর জন্য ঈদের শুভেচ্ছা হিসেবে দিলেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল।

বুধবারের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষাংশে বিশেষভাবে টাইগার অধিনায়ক বলেছেন, ‘দেশের মানুষকে আমি শুভেচ্ছা জানাতে চাই, কারণ আমাদের ঈদ এসেছে। ঈদ মোবারক সবাইকে।’

শেষ ম্যাচটি জেতার নেপথ্য কারিগরও তামিম নিজেই। ছন্নছাড়া বোলিংয়ের মাশুল দিয়ে জিম্বাবুয়েকে ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে দিয়েছিল বাংলাদেশ। তবে এই রান তাড়া করতে বেগ পেতে হয়নি তেমন।

অধিনায়ক তামিম ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরিতে খেলেছেন ১১২ রানের ইনিংস। মাত্র ৮৭ বলে পূরণ করেছিলেন সেঞ্চুরি। যা তার ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরিও বটে। তামিমের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

হারের পর দর্শক পেটাতে গ্যালারিতে মাহমুদউল্লাহ!

আবার ‘আন্ডাররেটেড’ তাইজুলের বন্দনায় মুখর তামিম

বাবর না কোহলি-বেতন বেশি কার?

সিলেট স্টেডিয়ামে খেলা চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু

সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের দাপট

মুশফিকদের নিয়ে জন্মদিন উদযাপন হেড কোচ সিমন্সের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।