আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪ আসনে হাতপাখা প্রতীক নির্বাচিত হলে (রুপসা তোরখাদা দিঘলিয়া) এর জনগণের সেবা ও সর্বাত্মক উন্নয়নে কাজ করার ঘোষনা দিয়েছন খুলনা ৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, রূপসার কৃতি সন্তান, হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ।
মাওঃ ইউনুছ আহমাদ বলেন এই এলাকা মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে,বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা,এবং দুস্ত ও অসহায়দের সকল প্রকার সেবা তাদের দরজায় পৌঁছে দেওয়া হবে।সরকারের বরাদ্দকৃত সকল অর্থই জনগণের কল্যাণে ব্যয় করা হব জনগণের কোন হক তছরুপ করা হবে না।
তা ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলে এর জেলা আহ্বায়ক, রুবায়েদের পীর সাহেব চরমোনাই এর হুজুর কে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ ও হুমকি মূলক বক্তব্যের,সমালোচনা করে মহাসচিব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর, পীরসাহেব চরমোনাই এদেশে ভেসে আসে নাই, তিনি অতীতেও খুলনায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, জাতির যে কোন প্রয়োজনে ভবিষ্যতে ও তিনি খুলনার মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিবেন। চরমোনাই পীর সাহেবের খুলনায় শুভ আগমন অতীতে ও কোন জালিম ঠেকাতে পারে নাই, ভবিষ্যতে ও কোন জালিম ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।
রবিবার (১২ অক্টোবর) বিকাল ৩:টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইকরামুল হকের সভাপতিিত্বে ও সেক্রেটারি মাওঃ মাসুদুর রহমান রউফির পরিচালনায়, রুপসা রেলস্টেশন বালির মাঠে অনুষ্ঠিত হাতপাখার নির্বাচনী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সমাবেশে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মাও আব্দুল্লাহ ইমরান, উপজেলা শাখা সভাপতি শেখ মোঃ ইউসুফ আলী,উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ,আঃ হাফিজ শেখ, আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস,মোঃ আরজান আলী মেম্বার, মাও জাহিদুর রহমান, মাও ইউছুফ আলী, আলহাজ্ব মোহাঃ গোলাম কিবরিয়া, মোঃ আলআমিন,আলহাজ্ব মোঃ আনিসুর রহমান, মোঃসিরাজুল ইসলাম, মাও তাওহিদুল ইসলাম মামুন, হাঃ আআব্দুল হালিম, ছাত্রনেতা ফরহাদ মোল্লা, মাওঃ আনিসুর রহমান,মুফতী হেলাল উদ্দিন শিকারী,মোঃ শরিফুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ ইমন, মুফতী মিজানুর রহমান, মুফতী নাজমুস সাকিব, নাসরুল্লাহ হুসাইন, মোঃ রাতুল ইসলাম, মুফতী মহিউদ্দিন, হাঃ মা-ও আরাফাত, মুফতী আনিসুল হক,ক্বারী মামুনুর রশীদ,হাঃ আবদুস শাকুর, শাহ মোয়াজ্জেম, মোঃ সেলিম সরদার, প্রমুখ।