সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হানিফ মল্লিক-এর নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ¦ মোঃ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক, খুলনা মহানগর আওয়ামীলীগ, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ নাজমুল আহসান, শিক্ষক ক্লাবের সম্পাদক জনাব খোন্দকার মুকুল আহমেদ, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ জনাব মোঃ শফিকুল ইসলাম, ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব কাজী মোঃ ফারুক, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব তপন কয়াল প্রমুখ।