সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
হাকিমপুর শিকদার বাড়িতে এবারও স্বল্প পরিসরে চলছে প্রতিমা তৈরির কাজ | চ্যানেল খুলনা

করোনা পরিস্থিতির মহামারির কারণে

হাকিমপুর শিকদার বাড়িতে এবারও স্বল্প পরিসরে চলছে প্রতিমা তৈরির কাজ

বাগেরহাটের ঐতিহ্যবাহী হাকিমপুর শিকদার বাড়ি দুর্গা মন্দিরে মহামারি করোনা পরিস্থিতির কারণে এবারও স্বল্প পরিসরে চলছে প্রতিমা তৈরির কাজ। রং তুলীর কাজ এখন শেষের পথে চলছে পূজা অর্চনার প্রস্তুতি। দেশের সর্ববৃহৎ এই পূজা মন্দিরে অন্যান্য বছরের তুলনায় এবার সবচেয়ে ছোট প্রতিমা তৈরী করা হয়েছে। মহামারি করোনা পরিস্থিতির কারণে তারা এবার জলে ফুলে অথাৎ স্বল্প পরিসরে পুজা অর্চনা করবেন বলে আয়োজক কমিটির নের্তৃবৃন্দরা জানিয়েছেন।
জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। বাংলাদেশ এবং ভারতের প্রতিবেশি রাজ্য পশ্চিমবঙ্গের বেশীর ভাগ মানুষের সবচেয়ে বড় উৎসব এটি। যার কারণে উন্মাদনার শেষ থাকেনা। কিন্তু ভাবতে অবাক লাগে, দেশের সবচেয়ে বড় দুর্গা পূজা অনুষ্ঠিত হতো বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ির এই দুর্গা মন্দিরে। অনেকে বলতো এটি দেশের সর্ববৃহৎ পূজা। তবে এবার সেই শিকদার বাড়ির দুর্গা মন্দিরে মহামারী করোনা পরিস্থিতির কারণে পূজা উদযাপিত হচ্ছে সরকারি বিধিনিষেধ মেনে স্বল্প পরিসরে। প্রতি বছরের ন্যায় এবার দুর্গা পূজাকে ঘিরে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়িতে জমকালো চোখ ধাঁধানো আয়োজন নেই। তবে কড়া স্বাস্থ্য সচেতনতার মধ্যে দিয়ে এবার পূজা উদযাপিত হচ্ছে সীমিত পরিসরে।

এবার মূল মন্ডপে শুধু প্রতিমা তৈরি করা হয়েছে, তাছাড়া আর কোন আয়োজন কারা হয়নি। করা হয়নি বিস্ততৃর্ণ আলোক সজ্জা, মন্দির কর্তৃপক্ষ বসতে দেবেন না কোন দোকানপাট, জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সীমিত পরিসরে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেয়া হবে। তাছাড়া কঠোর নজরদারীতে থাকবে মাস্ক ও সামাজিক দূরাত্ব বজায় রাখার সকল প্রচেষ্টা।

উল্লেখ্য, ২০১০সাল থেকে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বাগেরহাটের শিকদার বাড়িতে দেশের সর্ববৃহৎ দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছিল। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার এই পূজার আয়োজন করে আসছিলেন। ২০২০ সালে মহামারী করোনা ভাইরাসের প্রভাব থাকার কারণে স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়। এর আগে বছর অথাৎ ২০১৯ সালে এই মন্দিরে ৮০১টি প্রতিমা তৈরী করা হয়েছিল। এর আগের বছর অথাৎ ২০১৮সালে ৭০১টি প্রতিমা তৈরী ও তার আগের বছর অথাৎ ২০১৭সালে ৬৫১টি প্রতিমা গড়ে পূজা অর্চনা করা হয়। তখন ধর্মগ্রন্থ রামায়ণ ও মহা-ভারতের চার যুগের দেবদেবীর নানা কল্পকাহিনী অবলম্বনে প্রতিমা তৈরি করা হয়েছিল।

স্বল্প পরিসরে কেন পূজা করা হচ্ছে,এমন প্রশ্নের উত্তরে ঐতিহ্যবাহী শিকদার বাড়ি দূর্গা পূজা আয়োজক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, করোনা ভাইরাসের কারনে সরকারী বিধি নিষেধ মেনে আমরা সিমিত পরিসরে পুজা উদযাপন করছি, তবে আগামী বছর করোনা পরিস্থিতির উন্নতি হলে পূর্বের ন্যায় জমকালো আয়োজন পূজা করবেন বলেও তিনি জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট জুয়েলার্স এসোসিয়েশনের কমিটি গঠন

ফকিরহাট উপজেলা বিএনপি’র নবনির্বাচিতদের সংবর্ধনা

ফকিরহাটে বৃষ্টি উপেক্ষা করে খাল পরিষ্কার

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে মহাসড়ক অবরোধ

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।