সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার মালামাল জব্দ | চ্যানেল খুলনা

সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আট লক্ষাধিক টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনভর সীমান্তের পদ্মশাখরা, গাজিপুর, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, গাজিপুর, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, ওষুধ, শাড়ি, বোরকা, নাইটি ও পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৮ লক্ষ ১৪ হাজার টাকা।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলন

তালায় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

তালায় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময়

এলাকা উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-হাবিবুল ইসলাম হাবিব

অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৫ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।