সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সরকার নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

সরকার নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে : সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার নিজস্ব অর্থায়নে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। পদ্মাসেতু নির্মাণ প্রায় শেষের পথে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় দুই হাজার পাঁচশত মার্কিন ডলার। ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এভাবেই দেশের উন্নয়ন হবে।

মেয়র শনিবার বিকেলে সার্কিট হাউস ময়দানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাত দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সিটি মেয়র আরও বলেন, অর্থনীতিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মূলধন যোগানোর মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে এসএমই খাত। উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। বড় উদ্যোক্ত হতে হলে নিজেকে নার্সিং করতে হবে। ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ সব ধরণের শিল্পের প্রসার ঘটাতে হবে। সরকার ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ দিচ্ছে।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, কেএমপি‘র উপপুলিশ কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী।অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মোঃ রাকিব উদ্দিন খান এবং নাসিব খুলনার সভাপতি মোঃ ইফতেখার আলী বাবু বক্তৃতা করেন।

পরে মেয়র স্টল প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সাবেক যুবদল নেতা মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।