সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সমালোচনার জবাবে যা জানালেন শাকিব খানের সিনেমার নির্মাতা ও প্রযোজক | চ্যানেল খুলনা

সমালোচনার জবাবে যা জানালেন শাকিব খানের সিনেমার নির্মাতা ও প্রযোজক

জুলাইয়ের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় অ্যাকশন ঘরানার এই সিনেমায় দেখা যাবে নব্বইয়ের দশকের গল্প। এরপরেই গুঞ্জন ছড়ায়, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিব খান অভিনয় করবেন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে। অনেকেই সমালোচনা করেন। কালা জাহাঙ্গীরের মতো একজন খুনিকে কেন নায়ক বানানো হচ্ছে—এমন প্রশ্নও ওঠে। এত দিন চুপ থাকলেও এবার এ বিষয়ে মুখ খুললেন সিনেমার নির্মাতা ও প্রযোজক। জানালেন শাকিব খানকে নিয়ে তাঁরা যে সিনেমাটি বানাবেন সেটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়।

বুধবার এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, ‘শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনীনির্ভর, তথ্যটি সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য কোথাও দেওয়া হয়নি। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়।’

বিবৃবিতে আরও উল্লেখ করা হয়, ‘গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি নব্বইয়ের দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কারও দেওয়া তথ্যে বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।’

এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ বিষয়ে বিবৃতিতে লেখা হয়েছে, ‘সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগস্ট মাসে আমরা সিনেমার নাম ঘোষণা করব, থাকবে আরও কিছু চমক। মেগাস্টার শাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মেঘনা আলম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

রেড সি ফেস্টিভ্যালে ইদ্রিস এলবা, অ্যান্থনিদের সঙ্গে আলো কাড়লেন কার্তিকও

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি

অশালীন ইঙ্গিত দিয়ে বিতর্কে শাহরুখপুত্র আরিয়ান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।