সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
শাবিপ্রবিতে শহীদ আসাদ দিবস পালিত | চ্যানেল খুলনা

শাবিপ্রবিতে শহীদ আসাদ দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃআলোচনা সভা, সমাবেশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ আসাদ দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রদল । সোমবার (২০ জানুয়ারি) দুপুরে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সংগঠনটির সভাপতি রামকৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুপেল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক উসমান গনি, সদস্য ওয়াসিম আকরাম প্রমুখ। এ সময় সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘শহীদ আসাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এ পর্যায়ে এসেছি। জনগণের গণতন্ত্র ও জাতীয় মুক্তি দাবিতে ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে। কয়েকদিন পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পাঁয়তারা করেছিল, তা তারা করতে পারেনি কারণ ছাত্রসমাজ একতাবদ্ধ হয়ে সেই আসাদের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে তা প্রতিরোধ করেছিল। বর্তমান সমাজে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, যার কারণে আত্মহত্যাও বৃদ্ধি পেয়েছে।’

সম্প্রতি সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসের টংগুলোকে উচ্ছেদ করা হয়েছে। এর প্রতিবাদ ও পুনঃস্থাপনের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘সমাবর্তন উপলক্ষে আমাদের ক্যাম্পাসের টংগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। এই টংগুলোয় ছাত্রসমাজ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করত। টংগুলো নতুন করে স্থাপনের জন্য কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। টং দোকান খোলা না থাকায় বিপাকে পড়েছে দোকানের মালিকরা, পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। টংগুলোকে পুনঃস্থাপন না করা হলে আমরা জোর আন্দোলন গড়ে তুলব।’

উল্লেখ্য, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আসাদ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।