
জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী-এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। এছাড়া, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশের জন্য তার ত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি যুবায়ের হাসান।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদির স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং একইসাথে উক্ত দিনে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং স্থগিতকৃত পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।


