সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রুশ সুন্দরীর সঙ্গে বিয়ে ভাঙল মালয়েশিয়ার সেই রাজার | চ্যানেল খুলনা

রুশ সুন্দরীর সঙ্গে বিয়ে ভাঙল মালয়েশিয়ার সেই রাজার

প্রতিবেদক
সিংহাসন ছেড়ে দেওয়া মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদের সঙ্গে সাবেক রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনার বিয়ে ভেঙে গেছে।

কিছু কিছু গণমাধ্যমের খবর রিহানার আপত্তিকর এক ভিডিও ফাঁস হওয়ার পরই সুলতান মোহাম্মদের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। মুসলিম রীতি অনুযায়ী রিহানা ওকসানা ভোয়েভোদিনাকে তিন তালাক দেন সুলতান মোহাম্মদ।

বছরখানেক আগে বেশ ঘটা করেই সাবেক রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনাকে বিয়ে করেন তখনকার মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদ। এই বিয়ে নিয়ে বিতর্কের কারণে রাজসিংহাসনই ছেড়ে দেন মোহাম্মদ। কিন্তু তাঁদের সেই জীবন দীর্ঘ হলো না। নবজীবন শুরুর এক বছর পার না হতেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। এই দম্পতির দুই মাস বয়সী শিশু সন্তান রয়েছে।

পঞ্চম সুলতান মোহাম্মদ ও সাবেক রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনার এমন ছবি এখন অতীত। ছবি: ইনস্টাগ্রাম
পঞ্চম সুলতান মোহাম্মদ ও সাবেক রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনার এমন ছবি এখন অতীত। ছবি: ইনস্টাগ্রাম
জানা গেছে, চলতি মাসেই ৫০ বছর বয়সী মোহাম্মদের সঙ্গে বিচ্ছেদ হয় ২৬ বছরের রিহানার। তাঁরা গত বছরের ৭ জুন বিয়ে করেন। বিয়ের ভিডিওতে দেখা যায়, তাঁদের বিয়ের সাজসজ্জা ছিল একেবারে আন্তর্জাতিক মানের। যদিও এই বিয়ের বিষয়ে তখন মালয়েশিয়ার রাজপ্রাসাদ থেকে কিছু জানানোও হয়নি। মুখে কুলুপ এঁটেছিলেন রাজা নিজেও। বিয়ের মতো বিচ্ছেদও হয়েছে একেবারে চুপিচাপে। কোনো পক্ষই এই বিষয়ে কিছু জানায়নি। তবে সূত্রগুলো বলেছে, ১ জুলাই মোহাম্মদ ও রিহানার মধ্যে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়। বিচ্ছেদ চেয়ে সিঙ্গাপুর শরিয়াহ কোর্টে ২২ জুন আবেদন করার পর বিচারক ওই দিন বিচ্ছেদের চূড়ান্ত রায় দেন।

রিহানা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর চার লাখের মতো অনুসারী রয়েছেন। সেখানে অবশ্য বিবাহবিচ্ছেদের কোনো বিষয় উল্লেখ করা হয়নি। সেখানে ১৪টি পোস্ট রয়েছে, যার বেশির ভাগ দাম্পত্যজীবন নিয়ে। কিছু ছবি তাঁর ছেলের ও বিয়েসংক্রান্ত। সম্প্রতি রিহানা একটি ছেলেসন্তানের জন্ম দেন। ১১ জুলাই ইনস্টাগ্রামে একটি বাচ্চার ছবি পোস্ট করে তিনি বলেন, তাঁর ছেলেসন্তান ইসমাইল লিয়ন। কেলানতানের ভবিষ্যৎ যুবরাজ ও মালয়েশিয়ার রাজা।

রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনার বিয়ের কারণে মালয়েশিয়ার সিংহাসন ছেড়েছিলেন পঞ্চম সুলতান মোহাম্মদ। ছবি: সংগৃহীত
রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনার বিয়ের কারণে মালয়েশিয়ার সিংহাসন ছেড়েছিলেন পঞ্চম সুলতান মোহাম্মদ। ছবি: সংগৃহীত
বিশেষ একটি সূত্র দাবি করেছে, চলতি বছরের জানুয়ারির শুরু থেকে রিহানা ও মোহাম্মদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একটি ভিডিও ফাঁস হওয়ার পরই এ কলহ চরম আকার ধারন করে। পরে দম্পতির বিচ্ছেদ হয়।

সুলতান মোহাম্মদ রাজার পদ ছাড়লেও গত ৬ জানুয়ারি থেকে কেলানতানের শাসক হিসেবে পুনরায় দায়িত্ব পালন শুরু করেন তিনি। তবে তাঁর বিবাহবিচ্ছেদের কারণ এখনো অজানা। কেলানতান প্রাসাদ গত বুধবার একটি বিবৃতিতে বলেছে, এসব বিষয় শাসকের একান্তই ব্যক্তিগত। তথ্যসূত্র: নিউ স্ট্রেইটস টাইমস, দ্যা সান ও ফক্স নিউজ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারতের ‘স্পাই ড্রোন’ ভূপাতিত করল পাকিস্তান

‘আমাদের কেউ থামাতে পারবে না, প্রয়োজনে মোদির বাড়ি পর্যন্ত ধাওয়া করব’

পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় বাঙ্কার বানাতে ব্যস্ত ভারতীয়রা

ভারতের গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার

বিস্ফোরণে ধ্বংস কাশ্মীরে হামলায় ২ অভিযুক্তের বাড়ি

কাশ্মীরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।