সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ | চ্যানেল খুলনা

যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কের গভর্নরের পদত্যাগ

যৌন হয়রানির দায় নিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো (৬৩)। যৌন হয়রানির অভিযোগে গঠিত স্বাধীন তদন্ত কমিটি প্রতিবেদনে উঠে এসেছে, অন্তত ১১ নারীকে তিনি জোরপূর্বক চুম্বন বা যৌন ইঙ্গিতমূলক মন্তব্য করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও শীর্ষ ডেমোক্রেটরা তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ফেডারেল আইনের কারণেও তিনি বেশ বেকায়দায় ছিলেন।

মঙ্গলবার এক বিবৃতিতে কুয়োমো বলেন, ‘পদে থাকা অবস্থায় অভিযোগের বিরুদ্ধে লড়াই করা রাজ্য সরকারকে অচল করে দেবে। এর পেছনে করদাতাদের লাখ লাখ ডলার খরচ করতে হবে যখন করোনা মহামারি দেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি, এই পরিস্থিতিতে, আমার সাহায্য করার সর্বোত্তম উপায় হলো যদি আমি সরে যাই। সরকারকে সরকারের কাজ করতে দেই- তাই আমি সেটাই করব।’
তার সরে যাওয়ার ফলে পশ্চিম নিউইয়র্কের ডেমোক্র্যাট লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হোচুল (৬২) রাজ্যের সংবিধান অনুয়ায়ী কুয়ামোর মেয়াদ শেষ না হওয়ায় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করবেন। ফলে এই প্রথম কোনো নারী গভর্নর পেতে যাতে নিউইয়র্কবাসী।
হোচুল এক বিবৃতিতে বলেন, ‘আমি গভর্নর কুয়ামোর পদত্যাগের সিদ্ধান্তের সঙ্গে একমত। এটি সঠিক চিন্তা এবং নিউ ইয়র্কারদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’
গত ৩ আগস্ট যৌন হয়রানির অভিযোগে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রধান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছিলেন, ‘যৌন হয়রানির অভিযোগে পাঁচ মাসের তদন্তের ফলাফলে দেখা গেছে যে গভর্নর একটি ‘বিষাক্ত’ কর্মস্থল তৈরি করেছেন। এছাড়াও জনসম্মুখে প্রথম অভিযোগ উত্থাপনকারীর বিরুদ্ধে তার অফিস অবৈধভাবে প্রতিশোধ নেয়।’

তখন এক ভিডিওবার্তায় কুয়োমো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিলেন যে তার পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই। ২০১১ সাল থেকে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করা এই ডেমোক্রেটিক গভর্নর এই প্রতিবেদন যথাযথ নয় ও পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেছিলেন।

খবর রয়টার্স

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

তিন দিনের বৈঠকেও সমঝোতায় পৌঁছাতে পারেনি আফগানিস্তান-পাকিস্তান

এআই দিয়ে ৩ বোনের অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল, ভাইয়ের আত্মহত্যা

রানি ভিক্টোরিয়া যেভাবে ‘মাদক সম্রাজ্ঞী’ হয়ে উঠেছিলেন

যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় নিহত ৩, ভারতীয় তরুণ গ্রেপ্তার

আসামে সেনাক্যাম্পে হামলা, উলফার দায় স্বীকার

মিসরে গাজাসংক্রান্ত ট্রাম্পের সম্মেলনে যোগ দিতে পারেন নেতানিয়াহুও

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।