সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
যুব ও ক্রীড়া বিভাগের আন্ত :ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল | চ্যানেল খুলনা

যুব ও ক্রীড়া বিভাগের আন্ত :ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের দুইটি সেমিফাইনাল

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ মাঠে মহানগরী যুব ও ক্রীড়া বিভাগের আন্ত :ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট এর দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম সেমিফাইনালে শ্রমিক কল্যাণ ফেডারেশন টিমকে ৭০ রানে পরাজিত করে দৌলতপুর থানাধীন ১ নং ওয়ার্ডটিম। অপরদিকে ২য় সেমিফাইনালে সোনাডাঙ্গা থানাধীন ১৭ নং ওয়ার্ডটিমকে ১০৪ রানে পরাজিত করে খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ডটিমকে। আগামী ১২ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দৌলতপুর ১ নং ওয়ার্ডটিম বনাম খালিশপুর ৯ নং ওয়ার্ডটিম।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮ টায় এ খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের ভবিষ্যত নেতৃত্ব তরুণদের হাতে-তাই তাদের জন্য কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকান্ডর সুযোগ সৃষ্টি করা অপরিহার্য। তিনি বলেন, দেশে বিপুল সংখ্যক শিক্ষিত ও মেধাবী যুবক রয়েছে, যারা সুযোগের অভাবে পিছিয়ে আছে। দায়িত্বশীল রাষ্ট্রের কাজ হলো তাদের কর্মসংস্থান নিশ্চিত করা, যাতে তারা পরিবার ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। তাই যুবকদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং চাকুরীর সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

এলাকার খেলাধূলার অবকাঠামো সংকট নিয়ে তিনি বলেন, দৌলতপুরসহ অনেক এলাকার খেলার মাঠ দখল হয়ে গেছে। মাঠ শুধু বিনোদনের স্থান নয়; এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্র। দখল হওয়া মাঠগুলো পুনরুদ্ধার করা গেলে তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ পাবে এবং সমাজে অপরাধ প্রবণতাও কমবে। তিনি আরো বলেন, দৌলতপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ জরুরি। সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার পরিবেশ, ব্যবসায়িক কার্যক্রম ও পারিবারিক জীবনকে আরো উন্নত করা সম্ভব।

আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রশংসা করে তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, দলগত কাজ, পারস্পরিক সম্মান ও নেতৃত্বগুণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। এ ক্রিকেট টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও স্বাস্থ্যকর কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ পরিষদ সদস্য মিম মিরাজ হোসাইন, অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনসারী, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, সোনাডাঙ্গা থানা আমীর জিএম শহিদুল ইসলাম, মহানগর যুব ও ক্রীড়া কমিটির সেক্রেটারি হামিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

খুলনায় ধানের শীষের গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা: বকুল

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ এবং ‘দাঁড়িপাল্লা’র বিজয় নিশ্চিত করতে হবে

মহারাজপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের মহিলাদের নির্বাচনী জনসভা

২৭ নং ওয়ার্ডে খুলনা ২ আসনের হাতপাখার প্রার্থীর গণসংযোগ

ধর্মের নামে ধোকা দিয়ে ভোট চাওয়ার দিন শেষ : রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।