সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মৌলভীবাজার দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা | চ্যানেল খুলনা

মৌলভীবাজার দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৌলভীবাজারের ৩টি চেক পোস্ট দিয়ে ভারত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা গেছে।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে থেকে এসব চেক পোস্ট দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। ইমিগ্রেশন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারত সরকার অনুমোদন দিলে যে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে।

এ বিষয়ে চাতলাপুর চেক পোস্টে দায়িত্বরত ইমিগ্রেশন ইনচার্জ এসআই মো. জামাল বলেন, ভারতীয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের কিছু করার নেই। তবে করোনা সনাক্ত করার জন্য আমাদের মেডিকেল টিম কাজ করছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। বুধবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীদের বৈঠকের পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের ঘটনা তীব্রভাবে বেড়ে যাওয়ার কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সব ভিসা স্থগিত করা হবে। এটি কার্যকর হবে ১৩ মার্চ রাত ১২টা থেকে। তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটি।

একই সময়ের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধাও স্থগিত করেছে দেশটির সরকার।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

‘নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবিরের হট্টগোল

হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ঢাবি শিক্ষকদের হেনস্তার পর ধাওয়া দিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক

বাসা থেকে জিনিসপত্র চুরির সময় ধস্তাধস্তিকালে মা-মেয়েকে খুন করেন আয়েশা: পুলিশ

ইয়াবাসহ দুলাভাই-শ্যালিকা গ্রেপ্তার

বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক মাহমুদুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।