সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মোড়েলগঞ্জে অবরুদ্ধ একটি দিনমজুর কৃষক পরিবার | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে অবরুদ্ধ একটি দিনমজুর কৃষক পরিবার

বাগেরহাটের মোড়েলগঞ্জের পুটিখালী ইউনিয়নের একটি দিনমজুর কৃষক পরিবারকে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করা হয়েছে। পরিকল্পিতভাবে বসত ঘরের সামনেই ঘর তৈরী করে আলোবাতাস ও চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে। দখলকারীদের মারপিটে আহত গৃহবধূ ফরিদা বেগম শয্যাশায়ী। প্রশাসনের দ্বারস্থ হয়েও পাচ্ছেনা কোন বিচার।
সরেজমিনে জানা গেছে, ওই ইউনিয়নের গজালিয়া গ্রামের মৃত.মোসলেম শেখের ছেলে হতদরিদ্র দিনমজুর মজিবর রহমান পৈত্রিক ও ক্রয়সূত্রের সামান্য জমিতে মাথা গোঁজার ঠাই বসত ঘর তৈরী করে দীর্ঘ বছর বসবাস করে আসছেন। প্রতিবেশী প্রভাবশালী দুলাল শেখ তার বসত বাড়ির জায়গা দখল করার উদ্দেশ্যে চলাচলের রাস্তা বেড়া দিয়ে আটকিয়ে দেয়। অবরুদ্ধ করে রেখেছে দিনমজুর মজিবরের পরিবারকে। অপরদিকে দুলাল শেখ উক্ত দিনমজুর মজিবরের বড় ভাই লতিফ শেখকে ইন্ধন দিয়ে মজিবরের বসত ঘরের ২ হাত সামনে লতিফ শেখকে দিয়ে আর একটি বসত করে তৈরী করলে মজিবরের পরিবারের ঘর থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এদিকে সীমানা নিয়ে দীর্ঘদিনের মনোমালিন্যের জের ধরে ২৩ জানুয়ারি বসত বাড়ির সামনে মজিবর ও তার স্ত্রী ফরিদা বেগমকে (৫০) বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। মোড়েলগঞ্জ হাসাপাতালে ৭ দিন চিকিৎসা নিয়ে এখন বাড়িতে সে শয্যাশায়ী। চিকিৎসাধীন থাকাকালীন গত ২৫ জানুয়ারি লতিফ শেখ ও দুলাল শেখের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত ও সত্যতা পেলেও এখনও কোন মামলা হয়নি। বরং অভিযোগ দায়েরের পর থেকে দরিদ্র পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায়।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর আবুল হাসান তালুকদার বলেন, হতদরিদ্র এ পরিবারের বিষয়টি মানবিক দৃষ্টি কোন থেকে দেখা উচিত। বিষয়টি আপোষ মিমাংসার জন্য চেয়ারম্যানের মাধ্যমে চেষ্টা চলছে ।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনুতাপ ঘোষ বলেন, বাদী-বিবাদীর সম্মতিতে স্থানীয় পর্যায়ে আপোষ নিষ্পত্তির চেষ্টা চলছে। স্থানীয় পর্যায়ে মিমাংসা না হলে মামলা নেয়ার জন্য নির্দেশ দেন থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ।
এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ধরার অভিযোগ আটক ৫

ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে পর্যটনবাহী জালিবোটসহ সকল নৌযান বন্ধ, ফিরে যাচ্ছে পর্যটক

ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।