বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ২৫ ডিসেম্বর ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরার তালা উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের উদ্যোগে একটি টিম ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
দলীয় সূত্রে জানা গেছে, একইভাবে উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দলে দলে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা যুবদল নেতা ফারুক হোসেন জানান, তিনি তার কর্মীদের নিয়ে মঙ্গলবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। তারেক রহমান আমাদের প্রিয় নেতা। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরছেন।দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই


