ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে স্থানীয় নোমানী ময়দান থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের চৌরঙ্গীর মোড় হয়ে ঢাকা রোড হয়ে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মানোয়ার হোসেন খান, যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, আহসান হাবীব কিশোর, আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিমসহ জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান উপস্থিত বক্তারা।