সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণকালে এম ডি এ বাবুল রানা | চ্যানেল খুলনা

মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র বিতরণকালে এম ডি এ বাবুল রানা

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। সরকার ইতিমধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, তাপ ও পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশব্যাপী মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। দেশের অর্থনীতিকে আরো গতিশীল করতে দেশে শতাধিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার দীর্ঘ পরিকল্পনা নিয়েছে। দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় আইটি পার্ক স্থাপনের কাজ চলমান রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অদম্য স্পৃহা ও অনুপ্রেরণার কারণেই মাত্র এক যুগের মধ্যে বাংলাদেশ ডিজিটাল ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা পেয়েছে।

তিনি আরো বলেন, খুলনার উন্নয়নে সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল মানুষের কল্যাণে নিরালস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশের যে কোন সংকটে জীবনবাজি রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশের মানুষের আস্থা রয়েছে বলেই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে পরপর চারবার প্রধানমন্ত্রী করেছে। আর দেশের মানুষের এ সিদ্ধান্ত আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা রাখবে।

রবিবার দুপুর ৪টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে তিনশো অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন।

এসময়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, মোঃ মিজানুর রহমান জিয়া, ইসরাফুল জামান খান শাকিল, রাজীব হোসাইন, বিজয় কুমার দে মিঠু, তাজমুল হক তাজু, আসিফ ইকবাল সবুজ, ইখতিয়ার উদ্দিন মোল্লা, রফিকুর রহমান মারুফ, হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, জিলহজ্জ হাওলাদার, মোজাহার হোসেন, মোসাঃ সুরভী আক্তার, খান আজিম হিজল, সাব্বির আহমেদ, রবিউল ইসলাম প্রিন্স, হামিদা বেগম, আলী আজগর আকন, আকরাম হোসেন, জায়েনুর ইসলাম বাবু, গোলাম মাওলা টিংকু, জাহিদুল ইসলাম জাহিদ, কবির হোসেন, জান্নাতুল ফেরদৌস রুপম, নাসির শেখ, মারুফ হোসেন, শামীম হাওলাদার, হাসান মোল্লা, নূর আলম সজিব, ইব্রাহিম হোসেন আরজু, আফরোজ আহসান, এস.এম দিদার, রওশন আনির্জী অন্ত, আরিফুল ইসলাম রাসেল, সুমনা আক্তার, মারুফ চৌধুরী রিমন, রাশেদুজ্জামান রুবেল, নাসির মৃধা, নুরুন নাহার খাতুন মুন্নী, আল-আমিন, রাজিব হোসেন নীল, মাহফুজুল আলম সুমন, সাজাহান শিকদার, শেখ আনিস, মোঃ রাজু, তুষার সরকার, মোঃ মেহেদি, আকরাম হোসেন, রাজিব মোল্লা, সৈয়দ জাহিদুজ্জামান, নাবিরুল ইসলাম নয়ন, রুবেল তালুকদার, ইজাজুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা প্রস্তুতি নিচ্ছেন: আমীর খসরু

জামায়াতের আয় সবচেয়ে বেশি, এরপর বিএনপি-জাপা

আগামী নির্বাচন বিএনপির জন্য একটি অগ্নিপরীক্ষা : মেজর হাফিজ

নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু

জামায়াত আজেবাজে থিওরি দিয়ে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে: মেজর হাফিজ

সাহাবুদ্দীনের চেয়ে ভালো নির্বাচন না করলে ব্যর্থতার দায় ইউনূসের: ফারুক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।