
নিজেদের বাংলাদেশের পক্ষের শক্তি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের পক্ষের শক্তি যারা ছিল, তারা সেখানে পালিয়ে গেছে। বিদেশিদের গোলামি করে আরেকটি শক্তি বিভ্রান্তিমূলক রাজনীতি করছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ার মানিকপুর ইউনিয়নে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘এ দেশের উন্নয়ন-অগ্রগতি ও প্রগতির বিকল্প নাম বিএনপি। গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। সুতরাং, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি।’
ধানের শীষের এই প্রার্থী বলেন, দেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে, যেখানে কোনো দিনই স্বৈরাচার ও ফ্যাসিবাদের উৎপত্তি হবে না। এদেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। জনগণ তাদের পালাতে বাধ্য করেছে। আবারও কখনো অগণতান্ত্রিক কোনো শক্তির উত্থান ঘটে, তাদের পরিণতিও একই হবে।
তিনি বলেন, ‘আমরা সবাই দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্র আরও শক্তিশালী করতে হবে, যাতে সবাই মনে করতে পারি– প্রত্যেকেই এই রাষ্ট্রের মালিক।’
সমৃদ্ধ, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা, সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চান সালাহউদ্দি আহমেদ।
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন- জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ছরওয়ার আলম কুতুবী।
এই আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ৪৬৯; নারী ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। ১৭৫টি ভোটকেন্দ্রে বুথ এক হাজার ছয়টি।


