সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতের পক্ষের শক্তি পালিয়েছে, আরেকটি বিভ্রান্তি ছড়াচ্ছে: সালাহউদ্দিন | চ্যানেল খুলনা

ভারতের পক্ষের শক্তি পালিয়েছে, আরেকটি বিভ্রান্তি ছড়াচ্ছে: সালাহউদ্দিন

নিজেদের বাংলাদেশের পক্ষের শক্তি বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের পক্ষের শক্তি যারা ছিল, তারা সেখানে পালিয়ে গেছে। বিদেশিদের গোলামি করে আরেকটি শক্তি বিভ্রান্তিমূলক রাজনীতি করছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়ার মানিকপুর ইউনিয়নে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘এ দেশের উন্নয়ন-অগ্রগতি ও প্রগতির বিকল্প নাম বিএনপি। গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। সুতরাং, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি।’

ধানের শীষের এই প্রার্থী বলেন, দেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে, যেখানে কোনো দিনই স্বৈরাচার ও ফ্যাসিবাদের উৎপত্তি হবে না। এদেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। জনগণ তাদের পালাতে বাধ্য করেছে। আবারও কখনো অগণতান্ত্রিক কোনো শক্তির উত্থান ঘটে, তাদের পরিণতিও একই হবে।

তিনি বলেন, ‘আমরা সবাই দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছি। সেই গণতন্ত্র আরও শক্তিশালী করতে হবে, যাতে সবাই মনে করতে পারি– প্রত্যেকেই এই রাষ্ট্রের মালিক।’

সমৃদ্ধ, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা, সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চান সালাহউদ্দি আহমেদ।

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন- জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ছরওয়ার আলম কুতুবী।

এই আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ৪৬৯; নারী ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। ১৭৫টি ভোটকেন্দ্রে বুথ এক হাজার ছয়টি।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

আমাদের কোনো কার্ড নাই, আপনারা ভাইবোনেরাই আমাদের কার্ড: জামায়াত আমির

আগে ভোট ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে: তারেক রহমান

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।