সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আদিবাসীদের বিক্ষোভ | চ্যানেল খুলনা

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আদিবাসীদের বিক্ষোভ

জলবায়ু কর্ম এবং বন সংরক্ষণের দাবিতে ব্রাজিলের বেলেমে কপ-৩০ সম্মেলনের সামনে বিক্ষোভ করেছেন দেশটির আদিবাসীরা। তারা সম্মেলনস্থল জাতিসংঘের কম্পাউন্ডে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা বাহিনী বাধা দেয়, কারণ সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তুপিনাম্বা সম্প্রদায়ের আদিবাসী নেতা নাতো বলেন, “আমরা টাকা খেতে পারি না।” তিনি সব ধরনের কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনিজ ও কাঠুরিয়া সংগ্রাহকেরা থেকে তাদের ভূমি মুক্ত করার দাবি জানান এবং বলেন, তাদের ভূমি বিক্রয়যোগ্য নয়।

বিক্ষোভকারীদের সম্মেলনস্থলে যাওয়া নিবৃত করতে নিরাপত্তাবাহিনী কয়েক ধরণের প্রতিবন্ধকতা তৈরি করেন। সম্মেলনস্থলে নিরাপত্তা কাজে নিয়োজিত এক কর্মী বার্তাসংস্থা রয়টার্সকে জানান, বিক্ষোভকারীদের দমন করতে গেলে তিনি লাঠির বাড়িতে চোখের ওপরে আঘাত পান।পরবর্তীতে কঠোরহস্তে বিক্ষোভ দমন করে সম্মেলনে আগত অতিথিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করেন তারা।

কপ-৩০ সম্মেলনে আদিবাসী সম্প্রদায়ের গুরুত্বের ওপর জোর দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা। এর আগে দেশটির অনেক আদিবাসী নেতাকে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে নৌকা যোগে শহরে আসতে দেখা যায়। আলোচনায় তারা বন ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে প্রেসিডেন্টকে চাপ দেন।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিবাসী নেতা রাওনি মেতুকটিরে জানান, আমাজনে চলমান নানা শিল্পোন্নয়ন ও সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে তারা হতাশ। তিনি ব্রাজিল সরকারের কাছে আমাজন বন সংরক্ষণ প্রচেষ্টায় আদিবাসীদের অন্তর্ভূক্তির আহবান জানান।

https://channelkhulna.tv/

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

জলবায়ু বিপর্যয় ঠেকাতে বৈশ্বিক নেতৃত্বের চূড়ান্ত চ্যালেঞ্জ কপ৩০

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে আদিবাসীদের বিক্ষোভ

কপ-৩০ জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার নেতৃত্বে ১২ জনের দল

সরকারি প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের নির্দেশ

ক্ষতিগ্রস্তদের টেকসই আবাসনে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান প্রধান উপদেষ্টার

১১৬ বিলিয়ন ডলার না পেলে এনডিসি ৩.০ বাস্তবায়ন কঠিন : পরিবেশ উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।