সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিয়ের দাবিতে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

বিয়ের দাবিতে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধিঃযশোরের অভয়নগর উপজেলায় বিয়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক কলেজছাত্রী। সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে ওই ছাত্রী বলেন, গত ৪ বছর ধরে অভয়নগর উপজেলার বুনারামনগর গ্রামের মিকাইল মোড়লের ছেলে সজিব হোসেনের (২০) সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলছে। এই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে সজিব আমাকে বিয়ে করবে বলে বাবার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার আনতে বলে। পরে তার কথা অনুযায়ী গত ৮ জানুয়ারি আমি নগদ ৮০ হাজার টাকাসহ স্বর্ণালংকার সজিবের হাতে তুলে দেই।

এ ঘটনার পর থেকে সজিব বিয়ের ব্যাপারে নানা অজুহাত দেখাতে শুরু করে। একপর্যায়ে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর গত ১২ জানুয়ারি বিকালে আমার বাবা সজিবের অভিভাবকের কাছে টাকা, স্বর্ণালংকার ও বিয়ের ব্যাপারে কথা বলতে গেলে তারা বিয়ের বিষয়টি এড়িয়ে যায়।

সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর বাবা বলেন, সজিবের পরিবার ও সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামানের কাছে সবকিছু জানালে তারা আমার মেয়ের সঙ্গে সজিবের বিয়ের আশ্বাস দেন। পরবর্তীতে সকলে আমাদের সঙ্গে প্রতারণা শুরু করে।

তিনি আরও বলেন, এখন যে পরিস্থিতি হয়েছে, তাতে আমার মেয়ে যে কোনো সময় আত্মহত্যা করতে পারে। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে তার কলেজপড়ুয়া মেধাবী মেয়ের সঙ্গে সজিব হোসেনের বিয়ের দাবি জানান।

এই সংবাদ সম্মেলনে ওই ছাত্রীর চাচা ও ফুফুও উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

চিংড়ি ঘেরে নতুন স্বপ্ন, মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন ডুমুরিয়ার নারীরা

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম

ডুমুরিয়ায় তরমুজ চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

গবেষণার মাধ্যমে দক্ষতা, চিন্তাশক্তি ও ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ

ডুমুরিয়ায় ধুন্দল চাষে ভালো ফলনে কৃষকের মুখে হাসি।

সাংবাদিক ফকির শহিদের বাইপাস সার্জারি সম্পন্ন, দোয়া কামনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।