সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বিপিএলের উদ্বোধনী ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে ফরচুন বরিশাল | চ্যানেল খুলনা

ফাহিমের কাছে মাহমুদউল্লাহ ‘ম্যাজিক ম্যান’

বিপিএলের উদ্বোধনী ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে ফরচুন বরিশাল

বিপিএলের উদ্বোধনী ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে ফরচুন বরিশাল। দুর্বার রাজশাহীর দেওয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল আগেই ৪ উইকেটের জয় পেয়েছে দলটি। অথচ, ১১২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকেই গিয়েছিল বরিশাল। ম্যাচ জিততে ৪৬ বলে ৮৬ রানের পাহাড় ডিঙাতে হতো দলটিকে।

কঠিন সেই সমীকরণ মিলিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও পাকিস্তানের ব্যাটার ফাহিম আশরাফ। যেখানে ফাহিমের সংগ্রহ ২১ বলে ৫৪ আর মাহমুদউল্লাহর ২৬ বলে ৫৬। অথচ, ব্যাট করতে নেমে শুরুতে ধুকতে হচ্ছিল ফাহিমকে।

পরে হঠাৎ কেমন করে এতোটা বদলে গিলেন তিনি। ক্ষুরধার ব্যাটিংয়ে ৭ ছক্কায় জেতালেন দলকে। ম্যাচ শেষে তাই জানিয়েছেন ফাহিম। যেখানে ম্যাজিক ম্যান হিসেবে মাহমুদউল্লাহ বন্দনা ছিল তার কণ্ঠে।

উইকেটে মাহমুদউল্লাহর সাথে ঠিক কি কথা হয়েছিল তা জানতে চাইলে ফাহিম আশরাফ বলেন, ‘মাহমুদ ভাই জাদুর মতো। প্রথম ৬-৭ বলে আমি মাত্র ১ রান করলাম। আমি উনাকে জিজ্ঞেস করলাম, ‘কী হয়েছে?’ তিনি আমাকে বললেন, ‘তুমি কেবল টিকে থাকো। ’ এরকম অভিজ্ঞ খেলোয়াড় থাকলে ব্যাপারটা ভালো। অনুপ্রেরণা পাওয়া যায়। চাপ সামাল দেওয়া যায়। সব কাজ অনেক সহজ হয়ে যায়। ’’

ব্যাটিংয়ের সময় পরিকল্পনা নিয়ে ফাহিম বলেন, ‘পরিকল্পনা সাধারণ ছিল। শুরুতে আমরা ভেবেছি পিএসএল, বিপিএল বা যেকোনো টি-টোয়েন্টি ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। ফলে আমাদের পরিকল্পনা সহজ ছিল। ফলে আমরা সেরকম বড় কিছু চিন্তা না করে ২ ওভার করে ভালো করার চেষ্টা করেছি। সেভাবে এগিয়েই চেয়েছি ম্যাচ জিতে নিতে। ’

উইকেট নিয়ে ফাহিম বলেন, ‘আমরা ২-৩ ওভার বল করার পর বুঝেছিলাম (উইকেট ভালো)। শুরুতে আমি ভেবেছিলাম হয়ত ১৫০-১৬০ রানের উইকেট হবে। তবে পরে স্লো বল হোল্ড করছিল না। ১৭০ রানের উইকেট মনে হচ্ছিল। ইয়াসির এবং এনামুল দারুণ খেলেছে পরে। দ্বিতীয় ইনিংসে উইকেট আরও ভালো হয়েছে। প্রথম ইনিংসে উইকেট নরম ছিল পরে শক্ত এবং শুকনা হয়ে গেছে। ’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

‘কে পরিশ্রম করছে, কে ফাঁকি দিচ্ছে, সহজেই ধরতে পারেন কোচ’

ভুটানের ক্লাবে এবার বাংলাদেশ অধিনায়ক

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি কোথায় দেখবেন

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া উইন্ডিজ ক্রিকেটারের বড় লাফ, ব্রেভিসেরও বিশাল উন্নতি

জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা

বাংলাদেশ-ভারতসহ আর কোন কোন দল উঠল এশিয়ান কাপে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।