লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালের আঁতুড়ঘর একই। দুজন-ই বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। মেসি বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলারের কৃতিত্ব সঙ্গী করে ক্লাব ছেড়েছেন। আর ইয়ামালের সবে শুরু। তবে দুজনের খেলার ধরন থেকে শুরু করে অনেক কিছুতেই মিল খোঁজার চেষ্টা করছেন ফুটবল বোদ্ধারা।
বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক হয়েছিল ১৬ বছর বয়সে। অন্যদিকে ইয়ামাল ১৫ বছরেই গায়ে জড়িয়েছেন ক্লাবটির জার্সি। দলটির হয়ে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করার সময় ইয়ামালের বয়স ১৭ বছর ৯ মাস ১৭ দিন। সে তুলনায় শততম ম্যাচে পৌঁছাতে তুলনামূলক বেশি সময় লেগেছে। বার্সেলোনার হয়ে শততম ম্যাচে অংশ নেওয়ার সময় মেসির বয়স ছিল ২০ বছর ৮ মাস ৪ দিন।
আর কাতালান ক্লাবটির হয়ে ইয়ামালের শততম ম্যাচ খেলতে সময় লেগেছে ২ বছর ১ দিন। মেসির সময় লেগেছে ৩ বছর ৪ মাস ১১ দিন।
এবার আসা যাক গোল আর অ্যাসিস্টের হিসাবে। পরিসংখ্যান বলছে, শততম ম্যাচে গোল-অ্যাসিস্টের হিসাবে মেসির চেয়ে খুব বেশি পিছিয়ে নেই ইয়ামাল। একশ ম্যাচে তার গোল ২২টি, আর ৩৩টি। অন্যদিকে মেসির গোল ৪১টি আর অ্যাসিস্ট করেছেন ১৫টি। গোল আর অ্যাসিস্ট মিলিয়ে মেসির গোলে অবদান একশ ম্যাচে ৫৬ আর ইয়ামালের ৫৫।
আর ক্লাবের হয়ে প্রথম একশ ম্যাচে দলীয় হিসাব-নিকাশে মেসির চেয়ে বেশ এগিয়ে ইয়ামাল। বার্সেলোনা সিনিয়র দলের হয়ে একশ ম্যাচে ইয়ামাল জিতেছেন ৭৭ ম্যাচ, হেরেছেন ১৫টি আর ড্র হয়েছে ১৪টি। অন্যদিকে একশ ম্যাচে মেসির জয় ৬৭টি, পরাজয় ১৪টি আর ড্র ১৯টি।