সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বাগেরহাটে এক বছর পর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উম্মোচিত : হন্তারক আটক | চ্যানেল খুলনা

বাগেরহাটে এক বছর পর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উম্মোচিত : হন্তারক আটক

চ্যানেল খুলনা ডেস্কঃবাগেরহাট সদরের বিষ্ণুপুরের বাদোখালী কাটা খালে বস্তাবন্ধি অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধারের এক বছর পরে মামলার মুল হত্যাকারী মোঃ বাবুল হাওলাদার  চোরা বাবুল (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে ক্লুলেস এ হত্যাকান্ডের রহস্য উম্মোচিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাগেরহাট ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) জেলার মোংলা থেকে বাবুলকে আটক করে। তবে তদন্তের স্বার্থে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের অবহিত করেন সিআইডি’র কর্মকর্তারা।

গ্রেফতার বাবুল হাওলাদার বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর বাদোখালী গ্রামের সিফাত উল্লাহ হাওলাদারের ছেলে। সিআইডি বাগেরহাটের উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামের আব্দুল হাকিম শেখের মেয়ে আনজিরা বেগমকে হত্যা করে বাদোখালি গ্রামের আনসার আলীর বাড়ির সামনে কাটা খালে বস্তা ভরে গভীর রাতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খালে মুখ বাধা বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দিলে বাগেরহাট মডেল থানা পুলিশ ওই বস্তা উদ্ধার করে ভেতরে এক তরুণীর লাশ পায়। দুই দিন পরে পুলিশ নিহতের পরিচয় পায়, নিহতের বাড়ী রামপাল এবং নাম আঞ্জিরা খাতুন, তবে তখন কেন, কি জন্য কারা হত্যা করেছে সে বিষয়ে পুলিশ জানতে পারে নাই।

ওই ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা হয়। পরে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের জন্য মামলাটি বাগেরহাট সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বিভিন্ন অনুসন্ধান ও তদন্তে আমরা নিশ্চিত হই এ হত্যাকান্ডের সাথে বাবুল জড়িত। তিনি আরও বলেন, হত্যাকান্ডের পরে বাবুল এলাকা থেকে আত্মগোপন করে। যাযাবরের মত কিছু দিন খুলনায়, কিছু দিন রামপাল এবং কিছু দিন সুন্দরবনে পালিয়ে ছিল। বিশেষ অনুসন্ধ্যানের মাধ্যমে বুধবার সন্ধ্যায় মোংলা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। হত্যাকান্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।