সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশের টেস্ট জার্সিতেও লাগছে নাম ও নম্বর | চ্যানেল খুলনা

বাংলাদেশের টেস্ট জার্সিতেও লাগছে নাম ও নম্বর

চ্যানেল খুলনা ক্রীড়া ডেস্কঃসাধারণত রঙিন পোশাকে অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেটেই জার্সির পেছনে থাকে ক্রিকেটারদের নাম ও নম্বর। বেশ কয়েক বছর আগে ইংলিশ কাউন্টিতে দীর্ঘ পরিসরের ক্রিকেটে সাদা পোশাকেও জার্সির নাম-নম্বরের প্রচলন শুরু হয়। এবার অ্যাশেজে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ থেকে টেস্ট ক্রিকেটেও জার্সি নম্বর নিয়ে নামছেন ক্রিকেটাররা। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই আফগানিস্তানের বিপক্ষে জার্সি নাম-নম্বর বসতে যাচ্ছে সাকিব আল হাসানদের সাদা পোশাকে।

অ্যাশেজের মতো শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ও ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ক্রিকেটারদের নাম ও নম্বর দেওয়া সাদা জার্সি পরে নামতে দেখা গেছে। তাতে এসেছে বৈচিত্র্য। একঘেয়ে হয়ে পড়া ক্রিকেটারদের টেস্টের পোশাকে এই নতুনত্ব আলাদা করে নজর কাড়ছে মানুষের।

নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে বাংলাদেশের। কিন্তু ভিন্ন আমেজের জার্সি পরে এর আগেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তেমনটাই থাকছে বলে নিশ্চিত করলেন আকরাম।

শনিবার নতুন কোচ, অধিনায়ক ও নির্বাচকদের নিয়ে সভা শেষে বিভিন্ন প্রসঙ্গে কথা বলা শেষে বেরিয়ে যাওয়ার সময় আকরাম জানান, ‘হ্যাঁ টেস্টের জার্সিতে এবার ক্রিকেটারদের নাম ও নম্বর থাকছে।’

যুগে যুগে ক্রিকেটের বিভিন্ন সংস্করণে এসেছে পরিবর্তন। এক সময় ওয়ানডেও খেলা হত সাদা পোশাক আর লাল বলে। নব্বুইয়ের দশক থেকে শুরু হয় রঙিন পোশাকের চল। তবে তখনো কেবল বহুজাতিক টুর্নামেন্টেই দেখে যেত রঙিন পোশাক। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হতো সাদা পোশাকেই। ওয়ানডে, টি-টোয়েন্টিতে এখন কেবল রঙিন পোশাকই না, প্রতি সিরিজে দলগুলোর ডিজাইনেও আসে নতুনত্ব।

সীমিত ওভারের ক্রিকেটে জার্সি নিয়ে ডিজাইনের এসব বৈচিত্র্য চললেও টেস্ট থেকে গিয়েছিল সেই আগের মতই। এবার নাম ও নম্বর যুক্ত হয়ে টেস্টেও লাগল ভিন্নতার ছোঁয়া।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।