সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন | চ্যানেল খুলনা

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—বাংলাদেশকে মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত এনে দিয়েছেন এই পঞ্চপাণ্ডব। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, একই বছরে ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল—এমন আরও অনেক সাফল্যে তাঁদের অবদান অপরিসীম। তবে গত দুই-আড়াই বছরে নানা কারণে জাতীয় দলে পঞ্চপাণ্ডবদের একসঙ্গে দেখা যাচ্ছে না।

পঞ্চপাণ্ডবরা না থাকায় এখন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের কাঁধেই সংস্করণভেদে নেতৃত্বভার তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণদের মধ্যে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে ঝড় তুলতে পারলেও ইনিংসটা বড় করতে পারেন না। তাওহীদ হৃদয়ও আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় তিন বছর ধরে খেললেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারছেন না।

এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলা মঈন আলী আজ সিলেটে সংবাদ সম্মেলনে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট দলের অতীত-বর্তমান অবস্থার তুলনা করতে গিয়ে মঈন বলেন, ‘আমার মতে ভালো ক্রিকেটার বেশি রয়েছে তবে সেই মানের ক্রিকেটার নেই। মানে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অনেক ভালো ক্রিকেটার আছে। তবে এই মুহূর্তে সেই বিশ্বমানের ক্রিকেটাররা নেই।’

তামিম, মাহমুদউল্লাহ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। মুশফিক শুধু খেলছেন টেস্ট। মাশরাফি ২০২০ সালের পর বাংলাদেশের হয়ে খেলছেন না। সাকিব তো ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে কানপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না। সে যা-ই হোক, মঈনের মতে তামিম-সাকিবরা শুধু ক্রিকেটারই ছিলেন না। তাঁরা মানসিকভাবেও দৃঢ় ছিলেন। সিলেটে আজ সাংবাদিকদের মঈন বলেন, ‘আমার মতে আগে দুই-তিনজন বিশ্বমানের ক্রিকেটার ছিল। যেমন সাকিব, তামিম। শুধু বিশ্বমানের ক্রিকেটার হওয়া নয়, তারা অনেক দৃঢ় মানসিকতার অধিকারীও ছিল। দীর্ঘ সময় তাদের (সাকিব-তামিম) মতো ক্রিকেটার পাওয়া বাংলাদেশের জন্য অনেক বড় সৌভাগ্যের ছিল।’

ক্রিকেটার সাকিবের চেয়ে রাজনীতিবিদ সাকিব আল হাসানের পরিচয়টাই যেন বড় হয়ে উঠেছে। ঘরের মাঠে খেলে বিদায় নেওয়ার কথা তিনি অনেকবার বলেছেন। কিন্তু সেই সুযোগ তাঁর মিলছে না। সাকিবের ঘরের মাঠ থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রসঙ্গে মঈন বলেন, ‘সাকিব বলেছে যে সে এখনো বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং এখানেই তার ক্যারিয়ারের ইতি টানতে চায়। আমি নিশ্চিত যে সে আবার দর্শকদের সামনে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভালোভাবে বিদায় নিতে চায়।’

বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে গত বছরের ডিসেম্বরে সাকিব বিস্তারিত অনেক কথা বলেছিলেন। সেবার মঈনের সঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আদিল রশিদ। সেই পডকাস্ট সম্পর্কেও আজ সিলেটে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মঈন। ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে সিলেট টাইটান্স পয়েন্ট টেবিলের তিনে। রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্সেরও সমান ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে রংপুর দুইয়ে ও রাজশাহী চারে। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

পয়েন্ট কাটা নয়, বাংলাদেশের চাওয়া গুরুত্বের সঙ্গেই দেখছে আইসিসি: বিসিবি

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির কাছে দ্রুত জবাব চায় বিসিবি

পাকিস্তানের পথেই কি বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।