সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বাংলাদেশে মৎস্যচাষের সম্ভাবনা বৃদ্ধিতে খুবির সাথে যৌথ সহযোগিতার প্রস্তাব | চ্যানেল খুলনা

খুবি উপাচার্য সকাশে জাপানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বাংলাদেশে মৎস্যচাষের সম্ভাবনা বৃদ্ধিতে খুবির সাথে যৌথ সহযোগিতার প্রস্তাব

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সাথে বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের ওকিনাওয়াস্থ রিউকিউস বিশ্ববিদ্যালয়ের কো-ক্রিয়েশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক (বিশেষভাবে নিযুক্ত) ড. হিরাতসুকা ইউজি। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স অব দ্য সাসটেইনেবল ইন্টিগ্রেশন অব ল্যান্ড বেইজড একোয়াকালচার উইথ এগ্রিকালচার টু বিল্ড দ্য রিসোর্স সার্কুলার সিমবায়োটিক সোসাইটির (সিওআই-নেক্সট) এর প্রতিনিধিত্ব করছেন।

সাক্ষাতকালে তিনি একোয়াকালচার ও এগ্রিকালচারের সমন্বয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ সহযোগিতার প্রস্তাব দেন। এ ছাড়া বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার যেসব দেশে মৎস্যচাষের সম্ভাবনা রয়েছে, সেসব দেশে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৎস্যখাতের উন্নয়নে কাজ করার বিষয়টিও তিনি তুলে ধরেন।

এ সময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে তাঁকে স্বাগত জানিয়ে বলেন, এখানে একোয়াকালচার নিয়ে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন এবং এগ্রিকালচার নিয়ে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে। একোয়াকালচার ও এগ্রিকালচারের সমন্বয়ে এখানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা থাকলে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। তিনি জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে সংশ্লিষ্ট বিষয়ে কোলাবরেশনে সম্মতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

সৌজন্য সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবীর, এফএমআরটি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শাহিন পারভেজ ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

খুবির ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২২ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নানের বিদায় সংবর্ধনা

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে বৃক্ষরোপণ

এইচএসসিতে ভর্তির আবেদন শুরু জুলাইয়ের শেষে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।