সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় বইমেলার উদ্বোধন | চ্যানেল খুলনা

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় বইমেলার উদ্বোধন

চ্যানেল খুলনা ডেস্কঃবই দেখাবে আলোর পথ, গড়বো নতুন ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ পালনসহ সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার উদ্বোধন করা হয়। জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলা উদ্বোধনের আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিকে আধুনিকায়ন করতে হবে। উন্নত দেশের মানুষ এখন অনলাইনে বই পড়ে।

তিনি আরও বলেন, অতীত ভুলে গেলে চলবেনা। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস বিকৃত কারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা এ দেশে পেয়েছি। জাতির জনকের কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের স কিছু আছে। তাই অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করে সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাবেক মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, যুগ্ম সচিব শওকত আলী ও ফয়েজুর রহমান ফারুকি, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাবেক মেয়র আব্দুল জলিল, স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপপরিচালক হুসাইন শওকত ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, প্রমুখ।

বই মেলায় ৪২ প্রতিষ্ঠানের ৭০ স্টল স্থান পেয়েছে। একই সঙ্গে ঢাকা থেকে ৫টি সরকারি প্রতিষ্ঠান-বাংলা একাডেমি, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরসহ ৩২টি খ্যাতনামা প্রকাশনী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

তালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানি: জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় শিক্ষকদের মতবিনিময় সভায় উন্নয়ন অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।