সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বন্ধ পাটকল চালুসহ বকেয়ার দাবিতে বিজেএমসির অফিস ঘেরাও | চ্যানেল খুলনা

বন্ধ পাটকল চালুসহ বকেয়ার দাবিতে বিজেএমসির অফিস ঘেরাও

রাষ্ট্রায়ত্ত ২৫টি বন্ধ পাটকল চালু ছাড়াও খালিশপুর দৌলতপুর জুট মিলসহ মোট ৫টি মিলের মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী সব বকেয়া পরিশোধের দাবিতে খুলনার খালিশপুরের বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) জোনাল অফিস ঘেরাও করেছেন পাটকল শ্রমিকরা।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঘেরাও কর্মসূচি শুরু হয়ে দুপুর পৌনে ১টা পর্যন্ত চলে।

খালিশপুর দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটি ওই কর্মসূচির আয়োজন করে। এতে খুলনার বন্ধ পাটকলগুলোর শতাধিক শ্রমিক ও কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- দৌলতপুর-খালিশপুরের ৫টি জুটমিলের শ্রমিকসহ মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী সব বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ, বন্ধ সব পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু, সরকার ঘোষিত বেতন স্কেল অনুযায়ী দেশের সব বেসরকারি পাটকল শ্রমিকদের বেতন স্কেল নির্ধারণ ও বাস্তবায়ন।

যৌথ কারখানা কমিটির সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে ওই কর্মসূচির সঞ্চালনা করেন দৌলতপুর কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। এ সময় শ্রমিক নেতারা সরকারের অদূরদর্শী চিন্তাভাবনার সমালোচনা করে রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল চালু করার দাবি তোলেন। পাশাপাশি বেকার কয়েক হাজার শ্রমিকের বেতন বকেয়া অতি দ্রুত পরিশোধ করার দাবি জানান। একই সাথে বেসরকারি জুটমিলের শ্রমিকদের মজুরি কমিশনের আওতায় আনার দাবিও তোলেন তারা।

ঘেরাও কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলনের খুলনা শাখার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম চন্দন, ছাত্র ফেডারেশনের খুলনা জেলা শাখার আহ্বায়ক আল-আমিন শেখ এবং শ্রমিক নেতা আব্দুল হাকিম, মোশারফ হোসেন ও পুতুল বেগম প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেএমপি’র মতবিনিময় সভা

সাবেক যুবদল নেতা মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।