বটিয়াঘাটা উপজেলার বাজার সদরের আ’লীগের দলীয় কার্যালয় সংলগ্ন কাজীবাছা নদীর তীরে অজ্ঞাতনামা পুরুষের ক্ষতবিক্ষত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় জনতা কাজীবাছা নদীর তীরে ক্ষতবিক্ষত গলিত লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ,নৌ-পুলিশ, সিআইডি ও পিবিআই পুলিশ সদস্যবৃন্দ ঘটনা স্থলে পৌঁছে লাশের ফিঙ্গার প্রিন্ট দিয়ে লাশ সনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু লাশের আঙ্গুল সম্পূর্ণ গলে নষ্ট হওয়ায় পরিচয় পাওয়া যায়নি।
পরবর্তীতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে সিআইডি, নৌ ও পিবিআই পুলিশ এপ্রতিবেদককে বলেন, লাশটি আনুমানিক ৭ থেকে ৮ দিন আগের হতে পারে।


