সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে : সালাম মূশের্দী এমপি | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে : সালাম মূশের্দী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেন, ‘ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতিকে সংঘবদ্ধ হতে সহায়তা করেছিল, ৭ মার্চে রেসকোর্স থেকে বঙ্গবন্ধুর ঘোষণা না আসলে হয়তো এতো অল্প সময়ের মধ্যে প্রতিরোধ ও জেগে ওঠার মানসিকতা গড়ে উঠতো না। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণমানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে সেই মহাকাব্য। ৭ই মার্চের ১৯ মিনিটের সুমধুর ভাষণটি বিশ্বের ১২টি ভাষায় অনুদিত হয়েছে। তিনি আরও বলেন, ‘ইউনেস্কো ২০১৭ সালের ৩১ অক্টোবর ঐতিহাসিক ভাষণটি ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ এ অন্তর্ভুক্ত করে। এটি নি:সন্দেহে সমগ্র বাঙালির জন্য একটি গর্বের বিষয়, অহংকারের বিষয়।’

একটি নিরস্ত্র জাতি-মানুষকে কিভাবে স্বশস্ত্র করে তুলেছিলেন। যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে অনেক বড় বড় নেতা ওই দিন স্বাধীনতার ঘোষণা দেবার অনুরোধ জানিয়েছিলেন। ৭ মার্চে ১৮ মিনিটের একটি ভাষণের মধ্যেই যাবতীয় জিনিস বলে গেছেন।
পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ভাষণ নেই, যা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। তিনি আক্ষেপ করে বলেন, যে অসাম্প্রদায়িক গণতন্ত্র ধর্মনিরপেক্ষ, একটি ভাষাভিত্তিক একটি দেশ যা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন তা থেকে দূরে সরে এসেছি।
বঙ্গবন্ধুর জম্ম না হলে এ বাংলাদেশ আমরা পেতাম না। তার জীবনাদর্শ ও জীবনযাত্রাকে লক্ষ রেখে জীবনযাপন করলে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু ১৯৭৫ সালে তাকে স্বপরিবারে হত্যার পরে দেশকে পিছিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আবার এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৭মার্চ উদযাপন উপলক্ষে ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রূপসা উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,
সহকারী কমিশনার ভূমি মো:সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:প্রদীপ মজুমদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, আইসিটি কর্মকর্তা মো:রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আনিচুর রহমান,সমাজসেবক কর্মকর্তা জেসিয়া জামান, যুব উন্ন য়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, ইউপি চেয়ারম্যান মো:জাহাঙ্গির শেখ, মুক্তিযোদ্ধা মুনসুর আলী বিশ্বাস, আলী আকবর, আ:মালেক, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, কোষাধ্যক্ষ ফ ম আইয়ুব আলী, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দীন, রবিউল ইসলাম, খায়রুজ্জামান সজল প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

খুলনা এইচএসটিটিআইতে পেশাগত দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ফুলবাড়ীগেট বাজার ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খুলনায় যুব কাউন্সিল নির্দেশিকা চূড়ান্ত মূল্যায়ণ সভা অনুষ্ঠিত

গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা 

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।