সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ফেনীতে জ্বর ও শ্বাসকষ্টে দুই শিক্ষকের মৃত্যু | চ্যানেল খুলনা

ফেনীতে জ্বর ও শ্বাসকষ্টে দুই শিক্ষকের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, দারুল উলুম আল হোসাইনীয় ওলামা বাজার মাদ্রাসার নায়েবে মুহতামিম শাইখুল হাদিস হযরত মাও. আবু তাহের (৮৫) ও সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হক (৬৫)। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ও রাতে পৌর শহরের নিজ বাসায় তারা ইন্তেকাল করেছেন।

পারিবারিক সূত্র জানায়, মাও. আবু তাহের দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার জ্বর দেখা দেয়। স্থানীয়ভাবে তিনি চিকিৎসা নিয়েছেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একই দিন সন্ধ্যায় তাঁর কর্মস্থল দারুল উলুম আল হোসাইনীয় ওলামাবাজার মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।’
এদিকে সোনাপুর হাজী এমএস হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল হক পৌর শহরের বাসায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। সম্প্রতি ভারত ও ঢাকা থেকে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় আনা হয়। গত কয়েকদিন ধরে কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তার মৃত্যু হয়। উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া এলাকায় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, চলমান করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে সীমিত লোকের উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন

গাজীপুরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগ

বিএসএফের গুলিতে নিহত সেই ফেলানীর ভাই চাকরি পেলেন বিজিবিতে

গোপনে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

সন্দ্বীপে পারিবারিক বিরোধে ৬ বছরের শিশুকে হত্যার অভিযোগ

মেয়ের বিয়ের আগের রাতে মা-ছেলেকে খুন করে টাকা-স্বর্ণালংকার লুট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।