মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেন, আগামী সংসদ নির্বাচন সুষ্ঠ ও সন্দুরভাবে অনুষ্ঠিত হবে, আপনারা সকলে ভোট দিলে নতুন একটি দেশ গঠিত হবে। যারা ভোটার তারা প্রত্যেকে ভোট দিতে যাবেন।
তিনি শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা দুর্যোগ ও আশ্রয়ন কেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি আরো বলেন দুযোর্গ ও আশ্রয়ন কেন্দ্র জেলা ও উপজেলা প্রশাসন দেখভাল করেন। তারপরও এলাকাবাসীর সহযোগিতা থাকলে এটি অনেক সুন্দর থাকবে।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকব রেজওয়ানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ফিরোজ সরকার, খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান,
বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাওন হোসেন অনিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর প্রমূখ।