
বাগেরহাটের ফকিরহাটে আস্থা সেবা সংস্থার প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব এম এ আখের এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় প্রতিনিধি দলটি প্রথমে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা এলাকার রত্নার খালে ভাসমান সবজি চাষ পরিদর্শণ করেন।
এরপর আস্থা সেবা সংস্থার অর্থায়নে আপস যুব সংগঠন এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত নলধা উকিলপাড়া চম্পা বেগমের বাড়ি বায়োগ্যাস প্লান্ট, ভার্মি কম্পোস্ট স্যার ও মুক্তাচাষ পরিদর্শণ করেন। এরপর তিনি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ নারী ও যুব সমাজের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক পরির্তনের উদ্দেশ্যে রেজিলিয়েন্ট কমিউনিটি স্টেক হোল্ডার সংলাপে উঠান বৈঠকে মিলিত হন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আস্থা সেবা সংস্থার সভাপতি মো: অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি শাহ মো: জিয়াউর রহমান, সাধারন সম্পাদক জিয়াউর কবির বাবু, কোষাধ্যক্ষ সরদার নিশাত, সাংঠনিক সম্পাদক মিজানুর কবির, সদস্য আজাদুর রহমান সুমন, সোহেল সরদারসহ অন্যান্যরা।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব এম এ আখের বলেন, কৃষিতে আধুনিক উন্নয়নে এ ধরনের সংগঠনগুলোর এরুপ উদ্যোগ বেকার সমস্যার সমাধান করবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করবে। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান।


