সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট হাসপাতলে যক্ষা রোগীদের সুবিধার্থে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন | চ্যানেল খুলনা

ফকিরহাট হাসপাতলে যক্ষা রোগীদের সুবিধার্থে ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা রোগীদের বুকের পরীক্ষার জন্য ডিজিটাল এক্স-রে মেশিন বসানো হয়েছে। বর্তমানে হাসপাতালে বিনামূল্যে করা হচ্ছে যক্ষা রোগীর এক্স-রে। এতদিন যক্ষা রোগীরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে পরীক্ষা করাতেন। এতে অনেক ভোগান্তীর পাশাপাশি আর্থিক ক্ষতিগ্রস্থ হতেন রোগীরা।

এছাড়া অত্র হাসপাতালে জনবলও বৃদ্ধি পেয়েছে। এতদিন দাঁতের ডাক্তারের পদ ছিল শুণ্য। শুধুমাত্র একজন মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) দিয়ে রোগীদের সেবা প্রদান করা হচ্ছিল। গত ২৪ এপ্রিল সহকারি ডেন্টাল সার্জন (বিসিএস) ডা. শেখ মো. নোমান রাসেল জয়েন্ট করেছেন। এছাড়াও রয়েছেন মেডিকেল টেকনোলজিষ্ট মির্জা আবিদ করিম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম জানান, জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এই ডিজিটাল এক্স-রে মেশিন বসানো হয়েছে। এখানে যক্ষা রোগীদের বুকের এক্স-রে বিনামূল্যে করা হচ্ছে। এখন আর এসব রোগীদের এক্স-রে করার জন্য বাইরে যেতে হবে না। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের ডাক্তার ছিলেন না। সম্প্রতি দাঁতের ডাক্তার জয়েন্ট করেছে। দাঁতের চিকিৎসার জন্য রোগীদের বাইরে যেতে হবে না। এছাড়াও এমপির তৃতীয় পর্যায়ের টিআর বরাদ্ধ থেকে মহিলা ওয়ার্ডে মহিলাদের সুবিধার জন্য অজুখানাসহ দুটি টয়লেট, গোসলখানা তৈরী করা হয়েছে। বর্তমানে হাসপাতালের পরিবেশ আগের তুলনায় আরো অনেক ভাল বলেও তিনি জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় জীবন সংগ্রামে হার না মানা নারী ময়না বেগম

ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক নিহত

চিতলমারী সরকারি মহিলা ডিগ্রি কলেজের ক্রীড়া ও সাংস্কৃকিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সুন্দরবন থেকে পাঁচারের সময় ফাঁদসহ ১শ’ কেজি হরিণের মাংস উদ্ধার

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ধরার অভিযোগ আটক ৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।