সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
পারস্পারিক সহযোগিতায় দুই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে | চ্যানেল খুলনা

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা

পারস্পারিক সহযোগিতায় দুই দেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় খুলনায় ‘সর্বক্ষেত্রে ভারতের উন্নয়ন ও সমৃদ্ধি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনাস্থ সহকারী ভারতীয় দুতাবাস এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় বিশিষ্টজনেরা বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান চিরস্মরণীয়। স্বাধীনতার পর থেকে ভারত সর্বক্ষেত্রে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশেও অনেক ক্ষেত্রে সেই উন্নয়নের সুফল ভোগ করছে। পারস্পারিক সহযোগিতায় দুই দেশই উপকৃত হচ্ছে, উন্নয়ন হচ্ছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সহকারী ভারতীয় হাই কমিশনার রাজেশ কুমার রাইনা বলেন, ভারত বাংলাদেশের শুধুমাত্র বন্ধুই নন, আত্মীয়ও বটে। আমাদের দুই দেশের মানুষের মধ্যে বহুক্ষেত্রে মিল রয়েছে। উন্নয়নেও আমরা পরস্পরের অংশীদার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনাস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার রাজেশ কুমার রাইনা। বিশিষ্ট সাংবাদিক মল্লিক সুধাংশুর সঞ্চালনায় নির্ধারিত বিষয় বস্তুর ওপর আলোচনায় অংশ নেন খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ জাফর ইমাম, সুন্দরবন একাডেমির সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ আনোয়ারুল কাদির, বিএল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের এ্যাসোসিয়েট প্রফেসর ড. খান মেহেদী হাসান, দৈনিক প্রবাহের সম্পাদক আশরাফুল হক এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।এছাড়াও মুক্ত আলোচনা খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, আহমেদ আলী খান, এস এম নজরুল ইসলাম, ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা ও ভাইস প্রেসিডেন্ট তরিকুল ইসলাম অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীদের নিয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ

খুলনা ২ আসনের হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

দুর্নীতি, মাদক ও দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী শ্রমিক আন্দোলন সোনাডাঙ্গা থানার যৌথ সভা অনুষ্ঠিত

কুয়েটে নিরাপত্তা কমিটির সাথে নিরাপত্তা গার্ডদের মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।