সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২ | চ্যানেল খুলনা

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ১০, আহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা শহরে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৩২। বিস্ফোরণের সময় গোলাগুলির শব্দও শোনা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার কোয়েটার একটি ব্যস্ততম সড়কে এই বিস্ফোরণ ঘটে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ডন জানিয়েছে, বিস্ফোরণটি ঘটে কোয়েটার ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) সদরদপ্তরের কাছে। আরও হতাহতের আশঙ্কায় হাসপাতালগুলোতে চিকিৎসকদের কর্মস্থলে থাকার আহ্বান জানানো হয়েছে।

এফসি হলো পাকিস্তানের আধা-সামরিক বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে যাত্রীবাহী ও ব্যক্তিগত যান চলাচলের সময় হঠাৎই একটি মোড়ে বিস্ফোরণ হয়। এক্সেপ্রেস ট্রিবিউন প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের কারণে আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে গেছে। গণমাধ্যমটি বলছে, বোমাটি বেশ শক্তিশালী ছিল। বিস্ফোরণের সময় পাশে থাকা একটি বাসের যাত্রী ও পথচারীরা হতাহত হয়েছেন।

পাকিস্তানের প্রেসিডেন্টে আসিফ আলী জারদারি নিন্দা জানিয়ে এ ঘটনার জন্য ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ গোষ্ঠীকে দায়ী করেছেন। তাঁর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বোমা হামলাটি চালিয়েছে ‘ফিতনা-আল-খাওয়ারিজ’। গোষ্ঠীটি ভারতীয় মতাদর্শে পরিচালিত হয়।

ডন বলছে, ফিতনা-আল-খাওয়ারিজ দ্বারা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা ক্ষুন্ন করতে পারবে না।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়েছে, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সুহার্তো এখন ইন্দোনেশিয়ার ‘জাতীয় বীর’

বাংলাদেশিসহ ৩০০ অভিবাসীকে নিয়ে মালাক্কা প্রণালিতে নৌকাডুবি

যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আসছে চীনের অত্যাধুনিক বিমানবাহী রণতরি ‘ফুজিয়ান’

গাজার প্রশাসন সামলাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, হামাসের সঙ্গে ‘চুক্তি’

নির্বাচনে জিতে মামদানির অগ্নিঝরা ভাষণ, তোপ দাগলেন ট্রাম্পের বিরুদ্ধে

ট্রাম্পের নেতৃত্বে ২ বছরের জন্য গাজার শাসনক্ষমতা চায় যুক্তরাষ্ট্র ও মিত্ররা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।