সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া উইন্ডিজ ক্রিকেটারের বড় লাফ, ব্রেভিসেরও বিশাল উন্নতি | চ্যানেল খুলনা

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া উইন্ডিজ ক্রিকেটারের বড় লাফ, ব্রেভিসেরও বিশাল উন্নতি

ত্রিনিদাদে গত রাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জেইডেন সিলসের আগুনে বোলিংয়ে পুড়েছে পাকিস্তান। ১১ ব্যাটার মিলিয়ে পাকিস্তানের ইনিংসে ১০০ পেরোয়নি। ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। ডেওয়াল্ড ব্রেভিসেরও বড় উন্নতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে।

পাকিস্তানের বিপক্ষে গত রাতে সিলস ৭.২ ওভার বোলিং করে ১৮ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। ওয়ানডেতে এটাই সিলসের সেরা বোলিং। পাকিস্তানের সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, নাসিম শাহ, হাসান আলী—এই ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন সিলস। যাঁদের মধ্যে সাইম, শফিক, রিজওয়ান, হাসান চার ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান ৯২ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজ পায় ২০২ রানের বিশাল জয়। সিরিজ জয়ের পর আজ সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর ২৪ ধাপ এগিয়ে ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন সিলস। তাঁর রেটিং পয়েন্ট ৫১৭। সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন উইন্ডিজ এই পেসার।

সিলসের সতীর্থ গুড়াকেশ মোতিরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ৫ ধাপ এগিয়ে ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ১২ নম্বরে মোতি। তাঁর রেটিং পয়েন্ট ৬০১। পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদ ৩ ধাপ এগিয়ে এখন ৫৪ নম্বরে। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে মোতি ও আবরার নিয়েছেন ৪ ও ৩ উইকেট। ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১১ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে মাহিশ তিকশানা। দুই ও তিনে থাকা কুলদীপ যাদব ও কেশব মহারাজের রেটিং পয়েন্ট ৬৫০ ও ৬৪৮।

টি-টোয়েন্টি ও টেস্টেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ৬ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ১০ নম্বরে অস্ট্রেলিয়ার টিম ডেভিড। তাঁর রেটিং পয়েন্ট ৬৮০। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেই ফিফটি পেয়েছেন। যার মধ্যে ১০ আগস্ট ডারউইনে প্রথম টি-টোয়েন্টিতে ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। একই মাঠে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড সেঞ্চুরি (৫৬ বলে ১২৫ রান) করেছেন। ৮০ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখন ২১ নম্বরে ব্রেভিস। তাঁর রেটিং পয়েন্ট ৬১৪। ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। দুই ও তিনে থাকা তিলক ভার্মা ও ফিল সল্টের রেটিং পয়েন্ট ৮০৪ ও ৭৯১। দুজনেই এক ধাপ করে এগিয়েছেন।

এক ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন ম্যাট হেনরি। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৬। নিউজিল্যান্ডের এই পেসারের এটা ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্টও। কদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়েছেন। ৮৮৯ ও ৮৫১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে জসপ্রীত বুমরা ও কাগিসো রাবাদা। হেনরির সঙ্গে জায়গা পরিবর্তন হয়েছে প্যাট কামিন্সের। টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে কামিন্স এখন চার নম্বরে।

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬৪৬। ৬৫৩ ও ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে ৯ ও ১০ নম্বরে আর্শদীপ সিং ও তিকশানা। মোস্তাফিজের মতো আর্শদীপ-তিকশানাও এগিয়েছেন এক ধাপ করে। এই তালিকায় প্রথম আট অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭১৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জ্যাকব ডাফি। দুই ও তিনে থাকা আদিল রশিদ ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৭১০ ও ৭০৭।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া উইন্ডিজ ক্রিকেটারের বড় লাফ, ব্রেভিসেরও বিশাল উন্নতি

জিতলেই পাচ্ছেন অর্থ, সেমিতে উঠলে বাড়িও পাবেন কেনিয়ান ফুটবলাররা

বাংলাদেশ-ভারতসহ আর কোন কোন দল উঠল এশিয়ান কাপে

কোরিয়ার কাছে হেরেও যেভাব মূল পর্বে যেতে পারে বাংলাদেশ

তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের ৮ গোলের জয়

ফিফার শিরোনামে বাংলাদেশের নাম, নারী ফুটবলের অভাবনীয় সাফল্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।