সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
পরমাণু সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান | চ্যানেল খুলনা

পরমাণু সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছে ইরান।

 

দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বোঝা যাবে যুক্তরাষ্ট্রের নতুন সরকার পরমাণু সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এটি সরাসরি ঘোষণা দিতে হবে এবং প্রেসিডেন্টকেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে।

তিনি আরও বলেন, পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তবে আমরা তাদেরকে পরমাণু সমঝোতায় ফেরার জন্য অনুরোধ বা জোরাজুরি করছি না। যদি তারা ফিরতে চায় তাহলে তাদেরকে এভাবে ফিরতে হবে। আর যদি না চায়, নাও ফিরতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতার দফতরের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বেলায়েতি বলেন, পরমাণু সমঝোতা যখন সই হয় তখনও সর্বোচ্চ নেতা বলেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। কিন্তু তারা বলেছিল মৌখিক প্রতিশ্রুতিই যথেষ্ট। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তারা মৌখিক প্রতিশ্রুতি রক্ষা করেননি।

২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার শর্তে তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ ও জার্মানি।

তিন বছর পর, ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। এরপর তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে যা এখনও চলছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

জেন–জি আন্দোলনে নিহতরা ‘শহীদ’, পরিবার পাবে ১০ লাখ রুপি: নতুন প্রধানমন্ত্রী

এবার উত্তাল ফ্রান্সে ২ লাখ মানুষের বিক্ষোভ, অগ্নিসংযোগ–ভাঙচুর

নেপালে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

নেপালে জেন-জি আন্দোলন: ১৯ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের নির্বিচার গুলি, নিহত বেড়ে ১৪

শ্রমিক সংকট মোকাবিলায় থাইল্যান্ডের নজর শ্রীলঙ্কা-বাংলাদেশে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।