সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ৯ ও ১০ ফেব্রুয়ারি | চ্যানেল খুলনা

নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ৯ ও ১০ ফেব্রুয়ারি

‘আবার জমবে মেলা প্রাণের প্রাঙ্গণে’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার হাইমচরের ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারির ৯ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন (জাতীয় ক্রীড়া পরিষদ ভবন) পুস্পদাম পার্টি সেন্টারে আলোচনা সভা ও প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী ২০২৪ আয়োজক কমিটি।

অনুষ্ঠানে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব মো. আকতার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও পুনর্মিলনী ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক মো. ফায়কুজ্জামান বাদশা। এ সময় সাবেক ছাত্র পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তাদের বক্তব্যে চাঁদপুরের হাইমচর উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীর ভাঙনের কথা উঠে আসে। বর্তমানে তা রোধ হয়েছে। আগামীর হাইমচরের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেন। এ ছাড়া শত বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা হয়। স্মৃতি বিজড়িত অনেক ঘটনা নিয়ে আলোচনা হয়। সভায় নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও রুপকার আলহাজ্ব খান সাহেব আলী হোসেন মাঝির কথা স্বরণ করেন।

প্রেস ব্রিফিংয়ে ফায়কুজ্জামান বাদশাহ জানান, পুর্নমিলনীতে শুধুমাত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২,০০০ হাজার টাকা। তবে এসএসসি ২০২২-২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ১৫০০ টকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ২৫ নভেম্বর ২০২৩ থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ১০ জানুয়ারি ২০২৪।

অনুষ্ঠান সূচির বিষয়ে আরও জানা যায়, আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় জনতা বাজারে অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে আইডি কার্ড ও গিফট ভাউচার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে তা চলবে শনিবার দিনব্যাপি। দুই দিনব্যাপি এ আয়োজন শতবর্ষী এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের মেলায় রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

যোগাযোগ মাধ্যম
ফেসবুক গ্রুপ: Ex-Students’ Association Of Nilkamal OsmaniaHigh School
ওয়েবসাইট : http://www.ex-sa-nohs.org/

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

সমৃদ্ধ ও নিরাপদ খুলনা গড়তে চাই : নজরুল ইসলাম মঞ্জু

‘চাঁদা আমরা নেব না এবং চাঁদা কাউকে নিতে দেব না’ : অধ্যাপক মাহফুজুর রহমান

৩০নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা

ঘুগরাকাটী বাজারে খুলনা-৬ আসনের প্রার্থীর নির্বাচনী পথসভা

আল্লাহ, রাসূল (সা.), ফেরেশতা, পরকাল ও তাকদিরে বিশ্বাসী কোনো মুসলমানকে কুফুরি বলার অধিকার কারও নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।