সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিষ্ঠাবান সাংবাদিক মৃত্যুর পরও স্মরণীয় হয়ে থাকেন | চ্যানেল খুলনা

সুবীর রায় স্মরণ সভায় বক্তারা

নিষ্ঠাবান সাংবাদিক মৃত্যুর পরও স্মরণীয় হয়ে থাকেন

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর রায় স্মরণ সভায় বক্তারা বলেন, “মানুষ তার কর্মের মাঝে বেঁচে থাকে; তেমনি একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক মৃত্যুর পরও স্মরণীয় হয়ে থাকেন। তাই ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে নিরপেক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের মধ্যদিয়ে একজন সাংবাদিক সমাজ ও দেশের একানিষ্ঠ কারিগর হয়ে উঠতে পারেন। কেসিআরএ’র প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর কুমার রায়ের স্মরণসভা ও বার্ষিক স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেসিআরএ’র ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। কেসিআরএর সহ-সভাপতি এস এম কামাল হোসেন ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন র‌্যাব-৬ এর অপস অফিসার মোঃ সোহেল পারভেজ, খুলনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিয় কান্তি পাল, সাংবাদিক নেতা ওয়াদুদুর রহমান পান্না, আহমদ আলী খান, অধ্যাপক শেখ দিদারুল আলম, অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী, এস এম জাহিদ হোসেন, কেইউজে’র সাধারণ সম্পাদক সাইয়েদুজ্জামান সম্রাট প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন কেসিআরএ’র সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান।
অনুষ্ঠানের শেষাংশে প্রয়াত সাংবাদিক সুবীর কুমার রায়ের পরিবারের হাতে কেসিআরএ’র পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়। পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন প্রয়াত সাংবাদিকের সহধর্মিণী মিনতি রায়, তার পুত্র সুমিত রায় ও রোহিত রায়। স্মরণিকা প্রকাশ কমিটির পক্ষে বক্তৃতা করেন উপ-কমিটির আহ্বায়ক মোঃ আলমগীর হান্নান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন খুলনা প্রেসক্লাবের ইমাম মুহাম্মদ আল মামুন গাজী এবং গীতা পাঠ করেন কেসিআরএ’র যুগ্ম-সম্পাদক বিমল সাহা। তারপর কেসিআরএ’র প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর কুমার রায়সহ খুলনায় প্রয়াত সকল সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ এনামুল হক, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন জেলা সভাপতি মোঃ বাপ্পী খান, টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রকিবুল ইসলাম মতি, সাংবাদিক নেতা কৌশিক দে বাপীসহ খুলনার বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও উন্নয়ন কর্মীরা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।