নাগরিক ফোরম ২৪নং ওয়ার্ডে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নগরীর নিরালা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জিএম মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং বনানী সুলতানা ঝুমু’র পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নাগরিক ফোরম খুলনা মহানগর আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হাসান তুহিন। তিনি জানান, আগামী ২৬ সেপ্টেম্বর নাগরিক ফোরম ২৪নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সদস্য সংগ্রহ এবং ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ৬০জন ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে। সভায় নাগরিক ফোরমের গঠণতন্ত্র সম্পর্কে বিভিন্ন ধারা উল্লেখ করেন তিনি।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন ২৫নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, ২৬নং ওয়ার্ডের সাব্বির খান ও ২৮নং ওয়ার্ডের শাকিল আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আসমত আলী, কাওসারী জাহান মঞ্জু, মো. আনোয়ারুল ইসলাম আনু, সাংবাদিক এম এ জলিল, এইচ এম কামরুল ইসলাম, মো. হারুন অর রশিদ, এড. শেখ ফরিদুল হক রানা, লায়লা পারভীন, শারমিন আক্তার, কাকলী খান, ফরিদা বেগম, সেলিনা ইয়াসমিন নিশি, রোজি রহমান, সালমা বেগম, রোজিনা আক্তার, খন্দকার শারমিন, ফাতেমা বেগম, মিনা বেগম, আব্দুল আলীম, আশফাকুজ্জামান অজাদ, এ আর রাজিব, তারিকুল হাসান, ফরিদ হোসেন, মাসুদুল হক রানা, মো. কবির হোসেন, মো. আল আমিন, সোহেল, শেখ মো. খায়রুল ইসলাম, মো. হামিদুল হক, কাজী মঞ্জুরুল হক, মো. রফিকুল ইসলাম, মো. মাসুদুর রহমান, মো. তৌহিদুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান তপু, মো. সাহাদাত, মো. রমজান, মো. নাঈম হাসান, কাজী মুনির হোসেন, প্রমুখ।