সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
নগরীতে সদর থানা শ্রমিক দলের ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

নগরীতে সদর থানা শ্রমিক দলের ত্রাণ বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ লকডাউনে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই কাজকর্ম হারিয়ে অসহায় জীবন-যাপন করছে। এই ধরণের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। এটা সবার মানকিব দায়িত্ব। করোনা একটি অভিন্ন শত্রু। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দেশের এই দুর্যোগময় মুহুর্তে সকলে যার যে অবস্থান, সেখান থেকে সাহায্যের জন্য কাজ করছে। আমাদের সমাজের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে শ্রমিক দলের নেতারা। এদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা অনেক, আজ তারা কাজ পাচ্ছেনা, না খেয়ে বিনা চিকিৎসায় পরিবার নিয়ে জীবন-যাপন করছে। আজ আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মিরা শহরের হতদরিদ্র অসহায় পরিবারগুলোর মাঝে সাহায্য দিচ্ছে। যে সব সাহায্য তাদের জন্য অনেক উপকার পাচ্ছে বর্তমান সময়ের জন্য। গোটা বিশ্ব আজ স্তব্ধ। মানুষের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। দেশের এই পরিস্থিতিতে সকলে আরো জনসচেতনতা তৈরী করতে হবে, বিশেষ করে শ্রমজীবী বিশাল এই জনগোষ্ঠির মধ্যে। করোনার এই হিংস্র থাবা থেকে আল্লাহ্ আমাদের সকলকে রক্ষা করুন। দেশের মানুষ যেন এই পবিত্র রমজান মাসে সুস্থভাবে রোজা রাখতে পারে। সেদিকে লক্ষ্য রেখে সকলকে সাহায্যের জন্য আহবান জানা তিনি।
গতকাল সোমবার দুপুর ২টায় বিএনপি’র মানবিক সাহায্যের কর্মসুচির অংশ হিসেবে সদর থানা শ্রমিক দলের উদ্যোগে গোলকমনি শিশু পার্কে করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন মুজিবর রহমান, ইউসুফ হারুন মজনু, শরিফুল ইসলাম বাবু, আবু বক্কার, শফিকুল ইসলাম শফি, শামীম খান, আল মামুন রাজা, আবুল হোসেন, দুলাল, আজগর, ইসলাম খলিফা, আবু তালেব মোল্লা, রিপন, গাউস, কবির প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

প্রথম কার্যনির্বাহী কমিটির বৈঠকের মাধ্যমে স্টার্টআপ কুষ্টিয়ার যাত্রা শুরু

খুলনায় চার দিনের “তদন্তমূলক জলবায়ু সাংবাদিকতা” প্রশিক্ষণ সমাপ্ত

খুবির বিকাশে প্রফেসর আব্দুর রহমানের নাম স্মরণীয় হয়ে থাকবে : উপাচার্য

খুবিতে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা

নাগরিক ফোরম ২৪নং ওয়ার্ডে নির্বাচন ২৬ সেপ্টেম্বর

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।