
রাজনৈতিক দলের মধ্যে কোনো অনৈক্যের বীজ বপন না করতে দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে রূপসা ঘাট ব্যাংক চত্বরে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। পরে রূপসা ও তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত শোকরানা দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, যদি বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী না হয়, তবে দেশের সার্বভৌমত্ব আবারও বিপদের মুখে পড়বে। আজ দেশের সব বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক একমত বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র শক্তি হলো বিএনপি। আজিজুল বারী হেলাল বলেন, আমরা একটি মাল্টি-ক্লাস সংগঠন বহু শ্রেণি, বহু মত ও বহু পথের মানুষ একত্রে বিএনপি করি। বাংলাদেশ বহু জাতি, বহু সংস্কৃতি ও বহু ধর্মের দেশ, তাই এই দেশের প্রতিনিধিত্ব করার জন্য বিএনপির বিকল্প নেই। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন,গত ১৭ বছরে তাদের অত্যাচার-নির্যাতনে দেশবাসী ক্লান্ত। ফ্যাসিবাদী আচরণের কারণে তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের ভবিষ্যৎ কী হবে,তা একমাত্র আল্লাহই জানেন।
ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে হেলাল বলেন, আমি এই অঞ্চলের সন্তান। আমার জন্মভূমিতে আবারও ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি ক্ষমতার প্রকৃত মালিক। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, বিএনপি ততবার জনগণের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। তারা কখনো জনগণকে ছেড়ে যাননি। আপনারা ধানের শীষে ভোট দিয়ে ঐক্য, উন্নয়ন ও সম্প্রীতির রূপসা গড়ে তুলুন। হেলাল দলের নেতাকর্মীদের উদ্দীপ্ত করে বলেন, আমাকে দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ধানের শীষে ভোট দিয়ে আমরা একসাথে দেশ গড়বো মিলেমিশে, ঐক্যবদ্ধভাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, খায়রুল মোল্লা, এনামুল হক সজল, সদস্য শেখ আব্দুর রশিদ, আব্দুস সালাম মল্লিক, সদস্য রিয়াজ মোল্লা, জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, কৃষক দল রূপসা উপজেলার সদস্য সচিব আবু সাঈদ, তাতীদল নেতা মাহমুদুল আলম লোটাস, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, বিকাশ মিত্র, মহিলা দলের নেত্রী শাহানাজ, জায়েদা, মনিরা, মর্জিনা, পলি, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, যুবদল আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোশারেফ শিকদার, শ্রমিক দল নেতা শাহাবুদ্দীন লাবু, থানা কৃষক দলের আহ্বায়ক আসাদুল ইসলাম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহাগ, কৃষক দলের সদস্য সচিব সাঈদ, এবং আইচগাতী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক শেখ আবু সাঈদ, সরদার ফরিদ, আজিজুল ইসলাম, আব্দুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। দোয়া মাহফিল শেষে আজিজুল বারী হেলাল একটি “আধুনিক ও উন্নত রূপসা” গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের জন্য কল্যাণ কামনা করে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন।


