সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দেশের শিক্ষা সেক্টরে উন্নতি হয়েছে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

দেশের শিক্ষা সেক্টরে উন্নতি হয়েছে : সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হসিনার নেতৃত্বে দেশের শিক্ষা সেক্টরে অভূতপূর্ব উন্নতি হয়েছে। দেশের মানুষ যেমন এটা স্বীকার করছে, তেমনি বিশ্ব সম্প্রদায়ও এর স্বীকৃতি দিয়েছে। শহীদ সোহরাওয়ার্দী কলেজটি এতদাঞ্চলের উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি এই উপমহাদেশে অনেক কাজ করেছেন।

মেয়র আজ (শনিবার) দুপুরে খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজের সুবর্ণ জয়ন্তী (গৌরবের ৫০ বছর পূর্তি) অনুষ্ঠান উদ্বোধনকালে এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি উপজেলায় একটি করে কলেজ এবং একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ হয়েছে। কোন দেশ ও জাতির সামাজিক, অর্থনৈতিক তথা সামগ্রিক উন্নয়ন নির্ভর করে সে দেশের শিক্ষা ব্যবস্থার ওপর। প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, খুলনার উন্নয়নের জন্য সরকার ২২শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যার কাজ চলমান রয়েছে। এই উন্নয়ন কাজ শেষ হলে খুলনা একটি তিলোত্তমা নগরীতে পরিণত হবে। খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, কৃষি বিশ^বিদ্যালয়, ক্যান্সার হাসপাতাল, ডেন্টাল কলেজ ও শিশু হাসাপাতল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। শেখ হাসিনা খুলনার উন্নয়নে সবকিছু দিয়েছেন। খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজটি সরকারিকরণে যা যা করার দরকার সবকিছু করার আশ^াস দেন মেয়র।

খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজের পরিচালনা পরিষদের সদস্য এ্যাডভোকেট এনায়েত আলী, খুলনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী এবং কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু। স্বাগত জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসকে এ এম আসাদউল্লাহ। অনুষ্ঠানে জাতীয় বিশ^বিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হক, সাবেক অধ্যক্ষ রেহানা বেগম, প্রাক্তন শিক্ষক কাজী ফারুক আহমেদ, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মিনু মমতাজ প্রমুখ বক্তৃতা করেন। এসময় কলেজের পরিচালনা পরিষদের সদস্য, কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র কলেজের পরিচালনা পরিষদের সদস্য, কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবারের সদস্যসহ ৭৫ জনের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের বিকল্প নেই : জিয়াউর রহমান পাপুল

সমবায় মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে

খুলনায় জামায়াতের যুব বিভাগের ৪৬ দলীয় ক্রিকেট টর্ণামেন্টের উদ্বোধন

২১ দফা দাবিতে এমইউজে খুলনার বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে : গোলাম পরওয়ার

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।