সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
দেশের জন্য জসিম ও সাব্বির'র এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে | চ্যানেল খুলনা

আন্দোলনে নিহত জসিম ও সাব্বির’র কবর জিয়ারতকালে যাদু

দেশের জন্য জসিম ও সাব্বির’র এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু বলেন দেশের জন্য শহীদ জসিম ফকির ও সাব্বির মল্লিকের এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দীর্ঘ দেড় যুগ আওয়ামী সন্ত্রার্সীদের দুঃশাসনে ছিলাম। এ জালিম সরকার আমাদের দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে।
শনিবার (১৭ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বীর শহীদ জসিম ফকির ও শহীদ সাব্বির মল্লিকের কবর জিয়ারতকালে তিনি এসব কথা বেলন।
জিয়ারত শেষে সন্তানহারা বাবা মোঃ শহিদুল্লাহ মল্লিককে শান্তনা দেন মশিউর রহমান যাদু। শহীদ সাব্বির মল্লিক হত্যার বিচারের দাবিতে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এই নেতা।
তিনি আরো বলেন, ছাত্রদের বৈষম্যবিরোধী এই আন্দোলনে আরো যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের সবাইকে বেহেস্ত দান করুন।
বিকেলে চিতলমারী উপজেলার হিজলা-মাঠপাড়া গ্রামে শহীদ সাব্বির মল্লিকের কবর জিয়ারত করেন। এসময়, শহীদ সাব্বির মল্লিকের বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ শহিদুল্লাহ মল্লিক, চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডা, যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, ছাত্রদলের আহবায়ক ইউনুস বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেয়ামত আলী খানসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের নিয়ে পার্শ্ববর্তী এলাকার আরেক শহীদ জসিম ফকিরের কবর জিয়ারত করেন মশিউর রহমান যাদু।
এসময়ে মশিউর রহমান যাদু’র সাথে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু সদস্য সচিব, আহসান হাবিব ঠান্ডা, যুবদল আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, ছাত্র দল আহবায়ক ইউনুস বিশ্বাস, সদস্য সচিব এলাহী মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ কৃষকদলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোকন মোল্লা শ্রমিকদলের সভাপতি সিকদার টিপু সুলতান, সাধারণ সম্পাদক গাজী এনামুল হক, এছাড়া ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মেরু,
সাবেক ছাত্রনেতা এম, এ মান্নান, যুবদল নেতা মোল্লা রাজু, ছাত্রদল নেতা পলাশ সহ মোল্লাহাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
ফকিরহাট থেকে যাত্রা শুরু করে সাবেক এই ছাত্রনেতা, বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু তার মরহুম বাবা, সাবেক চেয়ারম্যান শেখ সেকেন্দার আলীর কবর জিয়ারত করে, মায়ের সাথে দীর্ঘ দিন পর আবেগঘন কিছু সময় কাটান। তারপর মায়ের কাছথেকে দু’য়া নিয়ে চিতলমারী উপজেলায় দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম ফকির ও শহীদ সাব্বির মল্লিক এর কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা করেন। এক পর্যায় সফর সঙ্গী জড়ো হতে হতে শত শত মটর বাইকের এক লম্বা শোভাযাত্রায় পরিনত হয়।
যাত্রাপথে কয়েকটি পথসভায় যাদু তার বক্তব্যে বলেন- আমি আপনাদের মাঝে বিএনপির চেয়ারপার্সন, আজীবন সংগ্রামী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছালাম পৌঁছে দিতে এসেছি। আমি এসেছি তারুণ্যের অহংকার, নতুনধারার রাজনীতির পথপ্রদর্শক, আগামীর রাষ্ট্রনায়ক প্রিয়নেতা জনাব তারেক রহবানের বার্তা পৌঁছে দিতে আপনাদের মাঝে এসেছি।
ছাত্রজনতার গনঅভ্যুত্থানে বাংলাদেশ আজ হাজার প্রাণের বিনিময় আর রক্তাক্ত খুনি হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় বার স্বাধীনতা অর্জন করেছে। তবে সামনে এই অর্জন ধরে রাখার দায়িত্ব স্বাধীনতাকামী বিপ্লবীদের। গনহত্যা আর অগণিত ছাত্রজনতার রক্ত ঝরানোর দায়ে খুনি হাসিনার বিচার কার্যকর করতে হবে।
দূর্বিসহ ১৬ টি বছর মানুষ জুলুম, নির্যান, হামলা-মামলা, গুম, খুন, ঘরবাড়ি ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে ধৈর্য ধরে এই ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শোষিত সরকারকে মোকাবেলা করে ছাত্রজনতার গনঅভ্যুত্থানে বাংলাদেশ আজ দ্বিতীয় বার স্বাধীন।
এই অর্জণকে একটি ক্যুচক্রি মহল বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা যে বা যারাই হোক কোন অরাজকতা সৃষ্টি করতে চাইলে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত না শুধু, এদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহবান জানান।
দেশনায়ক জনাব তারেক রহমানের কঠিন হুশিয়ারি মনে করিয়ে দিয়ে বলেন-বিএনপি বা তার অঙ্গ ও সহযোগী সংগঠনের পরিচয়ে কেউ যদি বেআইনি কাজে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এরা কোন দলের নয়, এরা দেশের শত্রু। এদের ধরে দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে সোপর্দ করা আহবান জানান।
মন্দীর পরিদর্শন করেন- কাশীরা হরিমন্দীর, চিতলমারী রাধাগোবিন্দ মন্দীর, চিতলমারী কেন্দ্রীয় দূর্গা মন্দীর। পথসভা করেন- আখড়াবাড়ী, হিজলা চর শিংগাতি, নালুয়া বাজার।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে মহাসড়ক অবরোধ

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাট উপজেলা বিএনপির সম্মেলনে গোরা-কারিম প্যানেল বিজয়ী

মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ফকিরহাট আট্টাকী শীতলা মন্দির কমিটি গঠন

চিতলমারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।