সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮২৮ জন | চ্যানেল খুলনা

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮২৮ জন

চ্যানেল খুলনা ডেস্কঃসবশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৩০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮১১ জন মারা গেলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৬০ হাজার ৩৯১ জন।

এছাড়া একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৮০৪ জন সুস্থ হলেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের একটি ল্যাব করোনা পরীক্ষায় যুক্ত হলেও কক্সবাজারের ল্যাবটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অর্থাৎ এদিনও আগের দিনের মতো ৫০টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৪৫টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৮টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি।

ডা. নাসিমা সুলতানা জানান, নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬০ হাজার ৩৯১ জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেলে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩০ জন মারা গেছেন। এ নিয়ে ৮১১ জন মারা গেলেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ৬৪৩ জনসহ মোট ১২ হাজার ৮০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন। শনাক্ত হওয়া সংক্রমণের বিপরীতে সুস্থ হয়ে ওঠার হার ২১ দশমিক ২০ শতাংশ।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৮৬ জন, একজনের মৃত্যু

বাবা-মায়ের যে ভুলের কারণে শিশুর ঠান্ডা লাগে

আরও ৬ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই

খুলনায় করোনা আক্রান্তে ৪ জনের মধ্যে ৩ জন বয়রা এলাকার

করোনায় আরো ২ জনসহ মোট মৃত্যু ২৯ হাজার ৫০২ জন

কারা পরিমিত পরিমাণে মাংস খাবেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।