খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে তথ্য কর্ণারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য কর্ণারের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল, সাংবাদিক সৈয়দ আবুল কাশেম, ইউপি সদস্য মল্লিক আজিজুল ইসলাম, কাজী মোশাররফ হোসেন, মোঃ সাইফুদ্দিন আহম্মেদ, আশরাফ আলী, পলি আক্তার, আলেয়া পারভীন, ঝর্না বেগম , কৃষি কর্মকর্তা সাগর সরকার, স্বাস্থ্য সহকারী নীলিমা রানী, শিক্ষক নাসিমা খাতুন, নারী নেত্রী রোকেয়া ইয়াসমিন, সিটিসির সদস্য মাবিয়া আক্তার প্রমুখ।