সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
তিক্ততা ভুলে একই মঞ্চে হাসিমুখে কাঞ্চন-জায়েদ | চ্যানেল খুলনা

তিক্ততা ভুলে একই মঞ্চে হাসিমুখে কাঞ্চন-জায়েদ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিয়ে কম জলঘোলা হয়নি। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান দু’টি ভিন্ন প্যানেলের হয়ে লড়েছেন।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এই দুই তারকা। নির্বাচনে সভাপতি হিসাবে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান জয়ী হন।
তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই চলতে থাকে কাঁদা ছোড়াছুড়ি। এক প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে একের পর অভিযোগ, পাল্টা-অভিযোগের তীর ছুড়তে থাকেন। এই পরিস্থিতিতে অন্যরা পরস্পরের মুখ দেখাদেখিই হয়তো বন্ধ করে দিতেন। কিন্তু ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান সেই পথে হাঁটেননি। সব তিক্ততা ভুলে একই মঞ্চে হাসিমুখেই দেখা গেছে তাদের।বুধবার দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের শোতে হাজির হয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান। সদ্য সমাপ্ত সেই নির্বাচনের ব্যাপারে সেখানে উপস্থাপকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তারা।
এক ফাঁকে ফুল হাতেও একসঙ্গে ছবি তুলতেও দেখা যায় এ দুই তারকাকে। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তোলা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জায়েদ খান লিখেছেন, নির্বাচিত হওয়ার পর প্রথম দু’জন একসাথে…।

এদিকে দুই তারকাকে এক মঞ্চে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। এক নেটিজেন লিখেছেন, সব বিতর্ক বাদ দিয়ে এভাবে চলাই ভালো।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পূর্ণিমা জানালেন, সুখে আছেন তাঁরা

পাকিস্তানের কালো তালিকায় সালমান, কী বলছেন নেটিজেনরা

ভারতীয় টিভি সিরিয়ালে কেন অভিনয় করলেন বিল গেটস

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

ফের বিয়ে করেছেন জেমস, হয়েছেন পুত্র সন্তানের বাবা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।