সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় সোনা চোরচালালের ভাগাভাগির দ্বন্দে হত্যার চেষ্টা, আটক ৩ | চ্যানেল খুলনা

তালায় সোনা চোরচালালের ভাগাভাগির দ্বন্দে হত্যার চেষ্টা, আটক ৩

সাতক্ষীরার তালায় সোনা ও হুন্ডি ব্যবসার টাকা ভাগাভাগির দ্বন্দে অমল রায় ওরফে ছোট খোকন কে হত্যার চেষ্টা করা হয়েছে। সে উথালী গ্রামের মৃত্যু অমল কৃষ্ণ রায়ের ছেলে। এই ঘটনায় এলাকাবাসি ৩ জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন বলে জানা গেছে। আটক ৩ জন হলো কালিগঞ্জ উপজেলার সোনাটিকাটি গ্রামের মৃত্যু আঃ রউফ সরদারের ছেলে সাকিবুল হাসান (২০), কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত্যু মুনছুর আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৩) ও একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে আমির হোসেন (৩৫) ।

রবিবার (১২ অক্টোবর) ভোর ৫ টায় উথালী গ্রামের ডাক্তার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত খোকনের ছেলে পান্না বাদি হয়ে আটক ৩ জন সহ ৬ জন কে আসামী করে তালা থানায় মামলা দায়ের করেছেন। আহত ছোট খোকনকে তালা হাসপাতালে ভর্তী করা হলেও উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সরেজমিন পরিদর্শনে গেলে প্রত্যক্ষ দর্শী সহ এলাকাবাসি জানান, ছোট খোকন একজন দীর্ঘদিনের সোনা চোরাচালানীর সাথে জড়িত। ভোরে ফজরের নামাজের পরে চিৎকার চেচামেচির শব্দ শুনে ডাক্তার মোড়ের দিকে এগিয়ে গিয়ে দেখি ছোট খোকন কে ৩ জন লোক মারপিট করছে। আমরা তাদের ধরতে গেলে তারা মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসম ১ জনকে আমরা ধরে ফেলি এবং খোনক কে উদ্ধার করে তালা হাসপাতালে পাঠাই। এর ঘন্টা দেড়েক পরে খবর পেয়ে তাকে ছাড়ানোর জন্য ১ টি মটর সাইকেলে আরও ৩ জন লোক আসে। তাদের ধাওয়া করলে ১ জন মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। অন্য ২ জন কে আমরা আটকিয়ে রেখে পুলিশে খবর দিলে তালা থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রায় ওরফে (ছোট খোকন) প্রায় ২৫/৩০ বছর ধরে সোনা চোরাচালানের ব্যবসার সাথে জড়িত। এদের দেশব্যাপী একটি বিশাল চক্র আছে। প্রায় প্রতিদিন তার বাড়িতে ভারতীয় বর্ডার এলাকার নতুন নতুন লোক আসা যাওয়া করে। তার ছেলে ও নাতনিও এই কারবারের সাথে জড়িত।

মামলার বাদি পান্না বলেন, যে লোকেরা আমার বাবাকে মারতে এসেছিলো তাদের বাবা চেনে না। কি কারণে মারতে এসেছিলো তাও জানিনা। কয়েকজন লোক একজন অপরিচিত লোক কে কেন মারতে আসলো এমন প্রশ্নের কোনো যৌক্তির ব্যাখ্যা দিতে পারেননি তিনি। তবে সোনা চোরা চালানের কথা অস্বীকার পুরোপুরি অস্বীকার করেন তিনি।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মারপিটের মামলায় ৩ জন আটক আটক করা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় শিক্ষকদের মতবিনিময় সভায় উন্নয়ন অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

তালায় তিন বছরের শিশুর পুকুরে ডুবে মৃত্যু

তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের কমিটি গঠন আনিস সভাপতি, নাহিদ সাধারণ সম্পাদক

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় নলতায় অবরোধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।