সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
তালায় মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

তালায় মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানিসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকালে তালা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামের মৃত এরফান আলী সরদার স্ত্রী মোছাঃ সখিনা খাতুন।

মোছাঃ সখিনা খাতুন লিখিত বক্তব্য বলেন, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা এবং কুমিরা ইউনিয়ন কমান্ডার ছিলেন। আমার প্রয়োজনে স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠান পাটকেলঘাটা শ্রমজীবী সমবায় সমিতি (যাহার পরিচালক শেখ রহমত উল্লাহ) থেকে গত ২১-১১-২০২০ তারিখে চেকের বিনিময়ে ১ লক্ষ ৯০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। এই টাকার মেয়াদ ছিল দুই বছর। এই টাকার মধ্যে প্রায় এক লক্ষ টাকা আমি পরিশোধ করি। করোনা পরবর্তী সময় এবং আমার ছেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর আমরা একেবারে হত বিহোবল হয়ে পড়ি। যে কারণে বাকি টাকা পরিশোধ করতে ব্যর্থ হই। পরবর্তীতে আমি সমিতিকে অবহিত করি। যে বাকি টাকা আমি ধিরে ধিরে পরিশোধ করে দিব। কিন্তু হঠাৎ করে ১৩-৩-২০২৩ তারিখে আমার চেক ডিজাইনার করে আমার নামে ১৩৮ ধারায় মামলা ২৪ লক্ষ ২৩ হাজার টাকার মামলা দায়ের করে সমিতি ।

গত ০৮-০৩-২০২৫ তারিখে আমাকে ও আমার পুত্রকে উক্ত মামলা মীমাংসা করার জন্য অফিসে ডাকে। আমি ও আমার পুত্র আহসান হাবিব সরল বিশ্বাসে তাদের কথামতো অফিসে হাজির হলে সমিতির পরিচালক শেখ রহমত উল্লাহ ও তাহার সহযোগী শেখ ইমন সহ তার অফিসের অন্যান্য কর্মচারীরাও রুমে ঢুকে আমাকে ও আমার পুত্রকে ব্যাপক হুমকি ধামকি ভয় ভীতি হুমকি দিয়ে আমার পুত্রকে জিম্মি করে কাছে থাকা চেক বইয়ের এসবি ৬০০১ ২৪০৭০৬৫ নম্বর পাতায় ১লক্ষ, এসবি ৬০০১ ২৪০৭০৬৬ নম্বর পাতায় ১লক্ষ, এসবি ৬০০১ ২৪০৭০৬৭ নম্বর পাতায় ১লক্ষ, এসবি ৬০০১ ২৪০৭০৬৮ নম্বর পাতায় ১লক্ষ, এসবি ৬০০১ ২৪০৭০৬৯ নম্বর পাতায় ৫০ হাজার টাকা লিখে স্বাক্ষর করে নেয় এবং সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর করে নেয়।

তিনি আরও বলেন যে, শ্রমজীবী সমবায় সমিতি কর্মী ছিলেন নোয়াকাটি গ্রামারে ইলিয়াস হোসেন। সে ২০১৭ সালের শেষের দিকে চাকুরীচূত্য হয়। এর আগে বিভিন্ন সময় সমিতি থেকে ঋণ নেওয়ার কারণে আমার নামিও জনতা ব্যাংকের ৪টি চেকের পাতা থাকে। ইলিয়াস হোসেনের সাথে অফিসের দন্দ থাকার কারণে মিথ্যা ও ভিত্তিহিন ভাবে ইলিয়াসজের ঋনের জামিনদার দেখাইয়া আমার নামে সূদ সহ ২৪ লক্ষ ২৩ হাজার টাকার মামলা দায়ের করেন।

এ ছাড়াও আমার স্বামীর নামে একটি ৩ লক্ষ টাকা ঋণ নেওয়া ছিল। উক্ত ৩ লক্ষ টাকা থেকে অফিস এখন পাবে ১ লক্ষ ৫ হাজার টাকা। কিন্তু মামলায় ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেকের মামলা করেন।
এর পর থেকে সমিতির লোক জন বিভিন্ন সময় আমাদের বাড়িতে আসে এবং আমাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। পরিশেষে আমি সংশ্লিষ্ট উদ্ধতন প্রশাসন এর কাছে সু-বিচার পাইবার আবেদন করিতেছি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

শেখ হাসিনার বহরে হামলা মামলা সাবেক এমপি হাবিবসহ সব আসামির খালাস

সাতক্ষীরা শহরের ভাড়া বাসা থেকে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালায় নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

তালায় সোনা চোরচালালের ভাগাভাগির দ্বন্দে হত্যার চেষ্টা, আটক ৩

বয়স্ক পঙ্গু মোমতাজ সানাকে হুইলচেয়ার উপহার দিল আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।